শিরোনাম
রবিবার, ২৫ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

ডিভিশন পাননি ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া

নিজস্ব প্রতিবেদক

ডিভিশন পাননি ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া

কারাগারে ডিভিশন পাচ্ছেন না বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। তাকে প্রথম শ্রেণির কারাবন্দী হিসেবে ডিভিশন দেওয়ার জন্য আদালতের নির্দেশ রয়েছে। এর পরও তাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সূর্যমুখীতে সাধারণ কয়েদিদের সঙ্গে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার ব্যক্তিগত সহকারী মোখসেদুর রহমান আবির। তিনি জানান, স্যার (রফিকুল ইসলাম মিয়া) শ্বাসকষ্ট, উচ্চ রক্তচাপসহ কয়েকটি রোগে আক্রান্ত। কিন্তু তাকে ডিভিশন দেওয়া হচ্ছে না। তাকে সাধারণ কয়েদিদের সঙ্গে রাখা হয়েছে। এ নিয়ে আমরা আদালতের নির্দেশনাও কারা কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছি। দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে গত বুধবার কারাগারে পাঠানো হয়। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। এর আগে মঙ্গলবার ঢাকার বিশেষ জজ-৬ আদালত সম্পদের হিসাব জমা না দেওয়ার মামলায়  রফিকুল ইসলাম মিয়াকে তিন বছর কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের  জেল দেয়। তিনি ঢাকা-১৬ ও কুমিল্লা-৩ আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

সর্বশেষ খবর