বৃহস্পতিবার, ২৯ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

কুমিল্লার এক মামলায় হাই কোর্টে খালেদা জিয়ার জামিন

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় কাভার্ড ভ্যানে পেট্রলবোমা হামলার ঘটনায় দায়ের করা এক মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জামিন দিয়েছে হাই কোর্ট। গতকাল বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ আপিল গ্রহণ করে জামিন দেয়। আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মাদ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. বশির উল্লাহ। পরে ড. বশির উল্লাহ বলেন, আদালত খালেদা জিয়ার করা আপিল আবেদনের শুনানি নিয়ে তাকে জামিন দিয়েছে। এ জামিন আদেশের বিরুদ্ধে আপিল করা হবে বলেও তিনি জানান।

খালেদা জিয়ার জামিন চেয়ে গত ১৫ অক্টোবর আপিল করেন তার আইনজীবীরা। এর আগে গত ১৪ অক্টোবর খালেদা জিয়ার পক্ষে আবেদন যথাযথ হয়নি উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল আপত্তি দিলে আদালত ফের যথাযথ প্রক্রিয়ায় আপিল করার নির্দেশ দেয়। পরের দিন ১৫ অক্টোবর খালেদা জিয়ার পক্ষে এ আপিল দায়ের করেন তার আইনজীবীরা। ২০১৫ সালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলা সদরের পৌর এলাকার হায়দারপুল এলাকায় একটি কাভার্ড ভ্যানে আগুন দেওয়ার ঘটনায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়।

সর্বশেষ খবর