শুক্রবার, ৩০ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

নারী ক্ষমতায়নের ধারাবাহিকতা বজায় রাখতে হবে

—নাসরীন আহমাদ

নারী ক্ষমতায়নের ধারাবাহিকতা বজায় রাখতে হবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) নাসরীন আহমাদ বলেন, নারীরা এখন গুরুত্বপূর্ণ সব ক্ষেত্রে প্রতিনিধিত্ব করছে। নারী ক্ষমতায়নের এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। তবে এক্ষেত্রে এখনো বেশ কিছু প্রতিবন্ধকতা রয়েছে। রাজনৈতিক দলগুলোকে নারীর চলার পথ আরও সহজ করতে কাজ করতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, শিক্ষাক্ষেত্রে মেয়ে শিক্ষার্থীদের ঝরে পড়ার প্রবণতা বেশি। বাল্যবিয়ে এক্ষেত্রে অনুঘটক হিসেবে কাজ করে। মেয়েদের বিয়ের বয়স কমানোর কারণটি আমার কাছে বোধগম্য হয়নি। সেখানে বিশেষ পরিস্থিতিতে কমানোর কথা বলা হয়েছে। আমাদের দেশে পরিস্থিতিকে নেতিবাচকভাবে ব্যবহার করা হয়। তাই এক্ষেত্রে মেয়েদের অল্প বয়সে বিয়ে দিতে এই বিশেষ পরিস্থিতির ব্যবহার ঘটলে অবাক হওয়ার কিছু থাকবে না।

সর্বশেষ খবর