শুক্রবার, ৩০ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

সংসদে নারী প্রতিনিধিত্ব বাড়াতে হবে

—জিনাত হুদা

সংসদে নারী প্রতিনিধিত্ব বাড়াতে হবে

নারী ক্ষমতায়নকে এগিয়ে নিতে সংসদে নারী প্রতিনিধিত্ব বাড়াতে হবে। এক্ষেত্রে অগ্রগামী ভূমিকা রাখতে হবে রাজনৈতিক দলগুলোকে। আগামী পাঁচ বছরে নারীবান্ধব দেশ চাই। যেখানে লিঙ্গ বৈষম্যের বাধা ডিঙিয়ে এগিয়ে যাবে বাংলাদেশের নারী সমাজ। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জিনাত হুদা। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধে নারীদের অনেক অবদান রয়েছে। কেউ যেমন সরাসরি যুদ্ধ করেছেন, অনেকেই যুদ্ধে তাদের সন্তান হারিয়েছেন, জীবনবাজি রেখে সহায়তা করেছেন মুক্তিযোদ্ধাদের। সেই সব সাহসী নারীদের স্বীকৃতি এবং সম্মান দিতে হবে। জিনাত হুদা বলেন, প্রান্তিক পর্যায়ের নারীদের এগিয়ে আনতে বিস্তৃত পরিকল্পনা হাতে নিতে হবে। নারীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। নিরাপত্তা নিশ্চিত হলে আরও মসৃণ হবে নারীর এগিয়ে আসার পথ।

সর্বশেষ খবর