শুক্রবার, ৩০ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
অষ্টম কলাম

সাবেক উপসচিব নেয়ামত উল্লাহ দুই দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ করা ও রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টায় লিপ্ত থাকার অভিযোগে গ্রেফতার সাবেক উপসচিব নেয়ামত উল্লাহকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। র‌্যাব-২-এর অধিনায়ক লে. কর্নেল আনোয়ার-উজ-জামান জানান, নেয়ামত উল্লাহর বিরুদ্ধে নানা অভিযোগ থাকায় মঙ্গলবার তাকে র‌্যাব ক্যাম্পে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়।

পরে তার কাছ থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই শেষে বুধবার তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা মেলায় ধানমন্ডির বাসা থেকে তাকে আটক করা হয়। এ ব্যাপারে গতকাল সকালে ধানমন্ডি থানায়  আইসিটি আইনে তার বিরুদ্ধে তিনটি মামলা হয়েছে। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ জানান, গতকাল সকালে র‌্যাব সাবেক উপসচিব নেয়ামত উল্লাহকে আমাদের কাছে হস্তান্তর করে। তার বিরুদ্ধে তিনটি মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে রিমান্ডের আবেদন করা হয়। আদালত তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।

সর্বশেষ খবর