শনিবার, ১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

সুযোগ তৈরি হবে বলিষ্ঠ কূটনীতির

—অধ্যাপক শাহীদুজ্জামান

সুযোগ তৈরি হবে বলিষ্ঠ কূটনীতির

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শাহীদুজ্জামান মনে করেন, অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে নতুন করে যে সরকার নির্বাচিত হবে তার সামনে বলিষ্ঠ কূটনীতি পরিচালনার সুযোগ তৈরি হবে। তার মতে, বর্তমান সরকারের থাকা সীমাবদ্ধতা নতুন সরকারের থাকবে না। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি এসব কথা বলেন। অধ্যাপক শাহীদুজ্জামানের মতে, বর্তমান সরকার বিশ্বাস করে তাদের এখনকার কূটনীতি অত্যন্ত সঠিক উপায়ে চলছে। সে কারণে হয়তো তারা এখনকার পথেই চলবে। কিন্তু বিরোধী রাজনৈতিক দল যদি সরকারে আসে তাহলে হয়তো পররাষ্ট্রনীতি ঢেলে সাজানো হতে পারে। এখন যেমন যুক্তরাষ্ট্রের সঙ্গে এক ধরনের দূরত্ব দেখা যাচ্ছে, সেটা হয়তো তখন কমানো সম্ভব হবে। রোহিঙ্গা ইস্যুতে তখন যুক্তরাষ্ট্রকে আরও বেশি কাজে লাগানো সম্ভব হতে পারে। নির্বাচিত সরকারের জন্য যুক্তরাষ্ট্রের এই সহযোগিতা পাওয়া সহজসাধ্য হবে। হয়তো ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গেও সম্পর্ক আরও উন্নত করা সম্ভব হবে। ভারতের সঙ্গে বর্তমান সম্পর্ক আরও বেশি আত্মমর্যাদার জায়গায় নেওয়া সম্ভব হতে পারে। এ সম্পর্কে আরও বেশি স্বচ্ছতা আনা প্রয়োজন হবে। হয়তো তখন চীন ও পাকিস্তানের সঙ্গেও সম্পর্কে নতুনমাত্রা আনতে পারে। চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক রক্ষার ক্ষেত্রে একটি ঐতিহাসিক ধারা তো আছেই।

অধ্যাপক শাহীদুজ্জামানের প্রত্যাশা, রাজনৈতিক জোটগুলো তাদের ইশতেহারে পররাষ্ট্রনীতির বিষয়গুলো সুস্পষ্টভাবে প্রকাশ করা প্রয়োজন। সেই সঙ্গে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকারি দলের দায়বদ্ধতার কথা মনে রাখা প্রয়োজন। বিরোধী রাজনৈতিক পক্ষেরও উচিত হবে না কোনো অবস্থাতেই নির্বাচনের মাঠ ছেড়ে দেওয়া। যে কোনো পরিস্থিতিতে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য তাদের সর্বশক্তি প্রয়োগ করে হলেও নির্বাচনের মাঠে থাকা প্রয়োজন বলে মনে করেন অধ্যাপক শাহীদুজ্জামান।

সর্বশেষ খবর