সোমবার, ৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে

—এম এ মুহিত

মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে

এভারেস্ট জয়ী এম এ মুহিত বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটার একটি বড় ফ্যাক্টর। রাজনৈতিক দলগুলো তরুণদের মনোযোগ আকর্ষণ করতে বিভিন্ন কর্মসূচি হাতে নিচ্ছে। তরুণ প্রজন্মকে বাঁচাতে চাইলে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সৎ, যোগ্য প্রার্থীর মনোনয়ন তরুণ ভোটারদের কাছে বেশি গ্রহণযোগ্য হবে বলে মন্তব্য করেন তিনি।

গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, তরুণরা সৎ প্রার্থীদের নেতা হিসেবে পছন্দ করে। কিন্তু আমাদের দেশে ঘুরেফিরে দুর্নীতিবাজ, অসৎ মানুষদের নেতা মনোনয়ন দেওয়ার অনুশীলন চালু আছে। দেখা যায় ঘুরেফিরে তারাই আসে। এই সংস্কৃতি থেকে বেরিয়ে ক্লিন ইমেজের সৎ মানুষকে মনোনয়ন দিতে হবে। খেলাধুলায় আগ্রহী হলে তরুণদের সুকুমার বৃত্তির বিকাশ ঘটে। শুধু ক্রিকেট বা ফুটবল নয়, পর্বতারোহণে আগ্রহী তরুণদের জন্য রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা প্রয়োজন।

সর্বশেষ খবর