সোমবার, ৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
কৃষি

পান চাষে লাভবান বরগুনার চাষিরা

বরগুনা প্রতিনিধি

পান চাষে লাভবান বরগুনার চাষিরা

বরগুনা জেলায় সবচেয়ে বেশি পান উৎপাদন হয়। কৃষি বিভাগের তথ্যানুযায়ী পান চাষ করে চাষিরা দারুণভাবে লাভবান হচ্ছেন। এখানকার উৎপাদিত পান মিষ্টি ও খেতে সুস্বাদু হওয়ায় ঢাকা, চট্টগ্রাম, চাঁদপুর, ফেনী, কুমিল্লা, মাইজদীসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ হচ্ছে। বরগুনা পান চাষি সমিতির সভাপতি জালাল মাতুব্বর জানান, চলতি মৌসুমে বরগুনা জেলায় প্রায় ৭ হেক্টর জমিতে পান চাষ হয়েছে। জেলায় বেশি উৎপাদন হয় মহনলি (মিষ্টি পান) ও চালিতাবুটি (দেশি পান)। বাজারে এই দুই জাতের পানের চাহিদা অন্যান্য জাতের চেয়ে বেশি। একটি পান বরজ তৈরিতে দেড় থেকে ২ লাখ টাকা খরচ হলেও মৌসুমে পান চাষিরা ভালো লাভ নিয়ে ঘরে ফিরছেন। বর্তমানে বাজারে ১ চলি অর্থাৎ ৩৬টি পানের দাম ১২০ টাকা। পান চাষিদের মতে, পান একটি লাভজনক অর্থনৈতিক ফসল। পান বরজের সাথী ফসল হিসেবে পুঁই শাক, মান কচু, বোম্বাই মরিচ, পেঁপে ইত্যাদি চাষ হয়ে থাকে। বরগুনা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌহিদ বলেন, বরগুনার মাটি পান চাষের জন্য উপযোগী। আমরা পান চাষিদের নিয়মিত পরামর্শ ও সহযোগিতা দিয়ে থাকি।

সর্বশেষ খবর