মঙ্গলবার, ৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

পেশাদার বাহিনী গঠনের প্রতিশ্রুতি থাকতে হবে

—মোহাম্মদ নুরুল হুদা

পেশাদার বাহিনী গঠনের প্রতিশ্রুতি থাকতে হবে

আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে আইনশৃঙ্খলা বাহিনীর উন্নয়নের ঘোষণা থাকতে পারে। আইনশৃঙ্খলা বাহিনীকে যাতে একটি পেশাদার বাহিনীতে পরিণত করা যায় সে ধরনের প্রতিশ্রুতি ইশতেহারে থাকতে হবে বলে মন্তব্য করেছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ নুরুল হুদা। মোহাম্মদ নুরুল হুদা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর দাবি  দাওয়াগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে আমলে নিয়ে সংস্কারের নানা পদক্ষেপের পরিকল্পনা দিতে পারে রাজনৈতিক দলগুলো। যাতে এই সংস্কারের মাধ্যমে একটি মডার্ন ফরওয়ার্ড বাহিনী হিসেবে গড়ে তোলা যায়। এ ছাড়া আইনের যথাযথ প্রয়োগের যেন নিশ্চয়তা পাওয়া যায় সেই আলোকে সাংগঠনিক কাঠামো তৈরি করতে হবে। কিছু ক্ষেত্রে তাদের বরাদ্দ বাড়ানোর বিষয়টিকে গুরুত্ব দিতে হবে। এর জন্য অনেক আইনের দরকার হতে পারে, প্রয়োজন সাপেক্ষে সেসব আইন প্রণয়ন করা যেতে পারে। তবে আইনশৃঙ্খলা বাহিনীকে পেশাদার ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর ঘোষিত ইশতেহারে যা যা করা দরকার তার সবকিছু করতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর