মঙ্গলবার, ৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

রাজনৈতিক স্বার্থে ব্যবহার নয়

—আবু আলম মো. শহীদ খান

রাজনৈতিক স্বার্থে ব্যবহার নয়

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক সচিব আবু আলম মো. শহীদ খান বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। কোনো ধরনের রাজনৈতিক স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না। প্রতিটি রাজনৈতিক দলকেই এ বিষয়টি প্রাধান্য দিয়ে ইশতেহার প্রণয়ন করা উচিত বলে মন্তব্য করেন তিনি। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা জোরদার করতে এবং অপরাধ রুখতে আইনশৃঙ্খলা বাহিনীর কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। এই সংস্থাগুলো যেন স্বাধীনভাবে কাজ করতে পারে সে প্রতিশ্রুতি দিতে হবে ইশতেহারে। কারণ, ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী ব্যবহার বন্ধ করতে হবে। আবু আলম মো. শহীদ খান বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও যেন ক্ষমতার অপব্যবহার না করতে পারে সে বিষয়টি দেখতে হবে। কেউ যেন আইনবিরোধী কাজে না জড়াতে পারে এ জন্য মনিটরিং জোরদার করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কারও তোষামোদের বা স্বার্থ উদ্ধারের জন্য নয়। দেশ এবং জনগণের রক্ষার দায়িত্বে এই সংস্থাগুলো যেন ঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে সেদিকে খেয়াল রেখে ইশতেহার তৈরি করতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর