মঙ্গলবার, ৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

সরকার নয় জনগণের এজেন্ডা বাস্তবায়ন করতে হবে

—অধ্যাপক ড. বোরহান উদ্দীন খান

সরকার নয় জনগণের এজেন্ডা বাস্তবায়ন করতে হবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. বোরহান উদ্দীন খান বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সরকার নয় জনগণের এজেন্ডা বাস্তবায়নে কাজ করতে হবে। তারা কাজ করবে রাষ্ট্রের উন্নয়ন বিধানে। সরকারের তল্পিবাহক নয়। রাষ্ট্র এবং সরকারের মধ্যে পার্থক্য রয়েছে। সেই ফারাকটি খেয়াল রেখে দেশের রাজনৈতিক দলগুলোকে ইশতেহার প্রণয়ন করতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, গুম অথবা গায়েবি মামলা উঠিয়ে নেওয়ার ঘটনায় অস্পষ্টতা থেকে যাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে মানুষকে তার পরিবারের সামনে দিয়ে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। পরে অনেক সময় দেখা যাচ্ছে, তারা ভুয়া পরিচয়ে এ ধরনের ঘটনা ঘটাচ্ছে। তাই আইনশৃঙ্খলা বাহিনী যদি কাউকে আটক বা গ্রেফতার করে সেক্ষেত্রে অবশ্যই তাদের পোশাক পরে যেতে হবে। নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে দলগুলোর সুস্পষ্ট প্রতিশ্রুতি থাকতে হবে। তিনি বলেন, জনগণের মনে আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে কোনো বিভ্রান্তি তৈরির সুযোগ নেই। কারণ, জনগণের সুরক্ষা এবং নিরাপত্তার জায়গায় পরিচ্ছন্নতা থাকতে হবে। কোনো দল বা সরকারের স্বার্থ উদ্ধারে নয়, জনগণের প্রয়োজনে কাজ করতে হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। আগামী পাঁচ বছরে সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জনগণের আস্থা ধরে রাখতে হবে। এই দায়িত্ব রাজনৈতিক দলগুলোর।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর