মঙ্গলবার, ৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
ভোটের হাওয়া

বান্দরবানের ১৪ ভোট কেন্দ্রে থাকবে হেলিকপ্টার

বান্দরবান প্রতিনিধি

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবানের ১৭৬টি ভোট  কেন্দ্রের মধ্যে ১৪টি ভোট কেন্দ্রে হেলিকপ্টার ব্যবহার করা হবে। দুর্গম ও যাতায়াত ব্যবস্থা না থাকায় এসব কেন্দ্রে হেলিকপ্টার ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।  কেন্দ্রগুলো হলো রুমা উপজেলার নুনতিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাকনিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চিংলক পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, থানচি উপজেলার রেমাক্রীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড় মধুবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছোট মধু সাখইউ কারবারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তিন্দু গ্রুপিংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাইথোয়াইহ্লা কারবারিপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, জিন্নাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলীকদম উপজেলার মাংরুমপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, কুরুকপাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পোয়ামুহুরী মৈত্রী স্কুল, রোয়াংছড়ি উপজেলায় রনিনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দৈয়কুমারপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। জেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম বলেন, জেলার ১৭৬টি ভোটকেন্দ্রের মধ্যে ১৪টি ভোটকেন্দ্রে  নির্বাচনী সরঞ্জাম ও জনবল পৌঁছাতে হেলিকপ্টার ব্যবহার করা হবে। দুর্গম ও যোগাযোগ ব্যবস্থা না থাকায় এসব এলাকার ভোটকেন্দ্রে হেলিকপ্টারের মাধ্যমে নির্বাচনী সরঞ্জাম ও জনবল পৌঁছানো হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর