মঙ্গলবার, ৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

তাবলিগের সংঘর্ষের ঘটনায় আরও মামলা

গাজীপুর প্রতিনিধি

টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে তাবলিগ জামাতের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় মাওলানা যোবায়ের আহমেদপন্থিদের পক্ষে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা দায়ের হয়েছে।

গতকাল দুপুরে মাওলানা আবদুল ওয়াহাব বাদী হয়ে (মামলা নং-০২) মামলাটি দায়ের করেন। মামলায় মাওলানা ইলিয়াস, আনিছুর রহমান, ফরিদ শিকদার, মনির হোসেন, ফয়সাল শিকদার, মাকসুদুর রহমান, আব্দুর রউফ, মো. বেলাল হোসেন, বশির উল আমীন, মাসুদ পাটোয়ারী, মুফতি আল আমিনসহ ২৮ জনের নামোল্লেখ করা হয়েছে। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ১০০-১৫০ জনকে আসামি করা হয়েছে। এদিকে ইজতেমা মাঠে সংঘর্ষের সময় পুলিশের প্রতি ইটপাটকেল নিক্ষেপ, গাড়ি ভাঙচুর ও ক্ষতিসাধন করার অভিযোগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানার এস আই রাকিবুল হাসান বাদী হয়ে রবিবার দুপুরে একটি মামলা দায়ের করেন। মামলায় ২০/২৫ হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। তবে সংঘর্ষে মুসল্লি ইসমাইল মণ্ডল নিহতের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর