মঙ্গলবার, ৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

পাবনার গ্রামে দুই গ্রুপে গোলাগুলি, নিহত দুই

চট্টগ্রামে স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন

পাবনা প্রতিনিধি

পাবনার ভাড়ারায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের গোলাগুলিতে দুজন নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

গোলাগুলিতে নিহতরা হলেন সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের আরঙ্গবাদ খয়েরবাগান গ্রামের মৃত জাহেদ আলী শেখের ছেলে আবদুল মালেক ও মৃত গহের আলী খানের ছেলে লস্কর আলী খান। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। একটি গ্রুপের নেতৃত্ব দেন পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ ও অপর গ্রুপের নেতৃত্ব দেন সুলতান আহমেদ।

স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা : চট্টগ্রামের পটিয়া উপজেলার কোলাওগাঁ ইউনিয়ন স্বেচ্ছাসেবলীগ সভাপতি জামাল উদ্দিন আকবরকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ইউনিয়নের আলাউদ্দিন দফাদারের বাড়ি এলাকায় গতকাল রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জামাল উদ্দিন ওই এলাকার ইয়াছিনের ছেলে বলে জানান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সদস্য মো. আমির। তিনি বলেন, দুর্বৃত্তরা জামাল উদ্দিনকে কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনার নিন্দা জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও সাতকানিয়া পৌর মেয়র মো. জোবায়ের। জামালের খুনিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর