বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের পেনশন স্কিম জরুরি

—রকিবুল হাসান

জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের পেনশন স্কিম জরুরি

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান বলেন, জাতীয় পর্যায়ের খেলোয়াড় এবং স্বর্ণপদক বিজয়ী খেলোয়াড় অবসরে গেলে তাদের পেনশন স্কিম চালু করতে হবে। খেলাধুলায় অগ্রগতি চাইলে রাজনৈতিক দলগুলোকে তাদের ইশতেহারে এ বিষয়টি যোগ করা আবশ্যক। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, খেলাধুলার সব ক্ষেত্রেই নজর দিতে হবে। কিন্তু প্রাধান্য ভিত্তিতে সেগুলোকে বাছাই করতে হবে। আমাদের ক্রীড়াঙ্গনে লজিস্টিক সহযোগিতার অভাব রয়েছে। যেমন খেলার মাঠ, সরঞ্জাম, জিমনেসিয়াম এগুলোর সংকট রয়েছে। ফেডারেশন ও বোর্ডে প্রফেশনাল করপোরেট ম্যানেজমেন্ট থাকতে হবে। ফেডারেশনের উচ্চপদস্থ কর্মকর্তারা পলিসি এবং বাজেট তৈরি ও ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করবেন। প্রফেশনালি পরিকল্পনা তৈরি করতে হবে। খেলাধুলাকে এগিয়ে নিতে দীর্ঘমেয়াদি রোডম্যাপ হাতে নিতে হবে। আগামী পাঁচ বছরে খেলাধুলার অগ্রগতি নিয়ে রাজনৈতিক দলগুলোকে গভীরভাবে চিন্তা করতে হবে।

সর্বশেষ খবর