বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

কৃতী খেলোয়াড়দের বৃত্তির ব্যবস্থা করতে হবে

—সাবরিনা সুলতানা

কৃতী খেলোয়াড়দের বৃত্তির ব্যবস্থা করতে হবে

যুব সমাজকে বিপথগামিতা থেকে ফিরিয়ে আনতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলায় উৎসাহ বাড়াতে বিভিন্ন অঙ্গনের কৃতী খেলোয়াড়দের বৃত্তির ব্যবস্থা করতে হবে। তারুণ্যের উন্নয়নে ইশতেহারে ক্রীড়াঙ্গনকে বিশেষ গুরুত্ব দিতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন কমনওয়েলথ শুটিং চ্যাম্পিয়নশিপে স্বর্ণ বিজয়ী শুটার সাবরিনা সুলতানা। এই তারকা শুটার আরও বলেন, সাবেক খেলোয়াড়দের কোচিং-এ অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে অভিজ্ঞ খেলোয়াড়দের কোচিং-এ আরও এগিয়ে যাবে নবীন খেলোয়াড়রা। উপযুক্ত পরিবেশ এবং সহযোগিতা পেলে এই তরুণরা খেলাধুলায় বিশ্বের বুকে দেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। পাশাপাশি সাবেক খেলোয়াড়রাও হারিয়ে যাবেন না ক্রীড়া জগৎ থেকে। খেলাধুলার সার্বিক উন্নয়নে বাজেট বাড়ানো জরুরি বলে মন্তব্য করেন তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর