বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
অষ্টম কলাম

মৃত নারীর জরায়ু থেকে শিশুর জন্ম

প্রতিদিন ডেস্ক

বিশ্বে প্রথমবারের মতো কোনো মৃত নারীর জরায়ু ব্যবহার করে সফলভাবে শিশুর জন্মদান করানো সম্ভব হয়েছে। চিকিৎসকরা জানান, একজন মৃত নারীর শরীর থেকে সংগ্রহ করা জরায়ু প্রতিস্থাপনের পর তা থেকে গতকাল সফলভাবে একটি মেয়ে শিশু ভূমিষ্ঠ হয়েছে। সূত্র : বিবিসি।

চিকিৎসকরা আরও জানান, টানা ১০ ঘণ্টার অপারেশনের পর ব্রাজিলের সাও পাওলোতে ২০১৬ সালে ওই জরায়ুটি প্রতিস্থাপিত হয়। যার শরীরে সেটি স্থাপন করা হয়েছিল, তার শরীরে জন্ম থেকেই জরায়ু ছিল না। তারা জানান, এ পর্যন্ত জীবিত নারীদের শরীর থেকে ৩৯টি জরায়ু প্রতিস্থাপন করা হয়েছে। এগুলোর মধ্যে অনেক ক্ষেত্রে মা তাদের কন্যাকে জরায়ু দান করেছেন।

এরকম প্রতিস্থাপনের পর ১১টি শিশুর জন্ম হয়েছে। তবে কোনো মৃত নারীর শরীর থেকে নেওয়া জরায়ুুতে বাচ্চা জন্মের ঘটনা এবারই প্রথম। এর আগে যতবার চেষ্টা করা হয়েছে, ততবারই ব্যর্থ অথবা গর্ভপাত হয়ে গেছে।

 

সর্বশেষ খবর