বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
বাংলাদেশ নিয়ে মন্ত্রীর বক্তব্য

মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব, কড়া প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক

ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত লুইন ওকে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশ ও ইসলাম নিয়ে ধৃষ্টতাপূর্ণ ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারের ধর্মমন্ত্রী থুরা উ অং কোর মিথ্যা মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। ওই মন্তব্য যে দেশটির ‘বর্ণবাদী’ নীতির প্রতিফলন সেটিও রাষ্ট্রদূতকে জানিয়েছে ঢাকা। গতকাল বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের প্রধান রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলমের দফতরে রাষ্ট্রদূতকে তলব করা হয়। জানা গেছে, সাধারণত এসব ক্ষেত্রে রাষ্ট্রদূতকে চা দিয়ে আপ্যায়ন করা হয়, তবে লুইন ওকের ক্ষেত্রে চা খেতে দেওয়া হয়নি।

সর্বশেষ খবর