শনিবার, ৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

ঝুলন্ত স্ত্রীর লাশ পায়ের কাছে পড়ে ছিলেন স্বামী

আরও দুজনের মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকার ভাসানটেক থেকে দুজন, মিরপুর থেকে একজন ও শ্যামলী থেকে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত চারজনের মধ্যে স্বামী-স্ত্রীর লাশও রয়েছে। দম্পতির লাশ উদ্ধার করা হয়েছে ভাসানটেক থেকে। নিহতরা হলেন রাশেদ (২৬) ও তার স্ত্রী মালা (১৮)। একটি সেমিপাকা বাড়িতে তাদের লাশ পাওয়া যায়। ভাসানটেক থানার এসআই তারেক আহমেদ জানান, গত বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে লাশ দুটি উদ্ধার করা হয়। সেমিপাকা ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে  ঝুলন্ত অবস্থায় মালাকে পাওয়া যায়। তার পায়ের নিচে চিত হয়ে পড়ে ছিল রাশেদের লাশ। ময়নাতদন্ত প্রতিবেদন ছাড়া মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলা সম্ভব নয়। রাশেদের বাবা সিদ্দিক জানান, ১০ দিন আগে রাশেদ পশ্চিম মানিকদির বাড়ি থেকে বের হয়ে মালাকে বিয়ে করেন। মালার বাবা শাহজাহান পাটোয়ারী। তারাও পশ্চিম মানিকদি থাকেন। এ ছাড়া মিরপুর-৬ নম্বর সেকশনের সি ব্লকের একটি বাসা থেকে জান্নাতুল ফেরদৌসি বৈশাখী (২৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পল্লবী থানা পুলিশ। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে গৃহবধূর আত্মীয়স্বজনদের খবরে তার লাশ উদ্ধার করা হয়। স্বামী মেহেদী হাসানের দাবি, গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বৈশাখী। তবে নিহতের পরিবারের দাবি, বৈশাখীকে হত্যার পর আত্মহত্যার নাটক সাজানো হচ্ছে। স্বামী প্রায়ই মারধর করতেন বৈশাখীকে। পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, বৈশাখী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স শেষ করেছেন। মেহেদী রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা শেষ করে মাল্টিন্যাশনাল কোম্পানি আইডিএলসিতে চাকরি করছেন। দুজনই রাজশাহী বাঘার পানি কামড়া এলাকার বাসিন্দা। বৈশাখীর ভাই সৌরভ জানান, ‘এটা আত্মহত্যা নয় বৈশাখীকে মার্ডার করা হয়েছে। ওর শরীরে আমি মারধরের দাগ দেখেছি, যা আগে দেখিনি।’ পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, পুলিশ ফাঁস লাগানো অবস্থা থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এদিকে গতকাল রাত পৌনে ৩টার দিকে আদাবর শেখেরটেক শ্যামলী হাউজিং ৬ নম্বর রোডের ৫৯ নম্বর বাসা থেকে কবিতা (২৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। কবিতার বাবা পাঞ্জু সামাদের দাবি, কবিতার স্বামী রোমানই তার মেয়েকে খুন করে পালিয়েছেন। কবিতা বাসাবাড়িতে ঝিয়ের কাজ করতেন। তাদের সবার    বাড়ি কিশোরগঞ্জে।

সর্বশেষ খবর