শনিবার, ৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
অষ্টম কলাম

মমতার কৌশলের কাছে বিজেপি কর্মীরা মাথা নত করবে না : অমিত শাহ

কলকাতা প্রতিনিধি

বিজেপি সভাপতি অমিত শাহ পশ্চিমবঙ্গে তার দলের ‘গণতন্ত্র বাঁচাও যাত্রা’ নামক রথযাত্রা কর্মসূচি ভণ্ডুলের চেষ্টায় অভিযোগ এনেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে। গতকাল কোচবিহার, চব্বিশ পরগনা ও বীরভূম জেলায় এ রথযাত্রা হওয়ার কথা ছিল। কিন্তু হাই কোর্টের নির্দেশে তা স্থগিত হয়ে যায়। নয়া দিল্লিতে গতকাল সংবাদ সম্মেলনে অমিত শাহ বলেন, ‘মমতার কৌশলের কাছে বিজেপি কর্মীরা মাথা নত করবে না। যতই বল প্রয়োগ করা হোক, বিজেপির তিনটি রথযাত্রাই হবে এবং আমি নিজে তার নেতৃত্ব দেব। বিজেপি আইনি লড়াই চালিয়ে যাবে। প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাব।’ তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গে বিজেপির সমর্থন বৃদ্ধিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ভয় পেয়েছেন। তাই রথযাত্রার অনুমতি দেননি।’ লোকসভা ভোটের আগে পশ্চিমবঙ্গে দলের সংগঠনকে আরও মজবুত করার লক্ষ্যে এ রথযাত্রার আয়োজন। তবে আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় প্রথমে  রাজ্য সরকার সেই রথযাত্রায় অনুমতি দিতে অস্বীকার করে পরে বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টও জানায়, রথযাত্রায় অনুমতি দেওয়া যাবে না। রথযাত্রা স্থগিত হয়ে যাওয়ায় সরাসরি মমতাকেই দায়ী করে অমিত শাহ বলেন, তার অভিমত ‘পঞ্চায়েত নির্বাচনের পর বিজেপিকে এখন ভয় পাচ্ছেন মমতা। আর সে কারণেই এ রথযাত্রাকে থামাতে চাইছেন। কিন্তু আমি বুঝতে পারছি না কেন তিনি ভয় পেয়েছেন। তবে আমার কাছে সেই ভয় দূর করার কোনো সমাধান নেই। এটা জনগণের সিদ্ধান্ত, তারাই বিজেপিকে সমর্থন করছে।’ তার অভিযোগ, ‘গত সাত বছর ধরে এ রাজ্যে তৃণমূলের অপশাসন চলছে। মমতা ব্যানার্জির শাসনকালে শিক্ষা, বালু, কয়লা, গবাদিপশুসহ বিভিন্ন ক্ষেত্রে পশ্চিমবঙ্গে মাফিয়ারাজ চলছে। আর তৃণমূলের মন্ত্রীরাই এ মাফিয়ারাজ চালাচ্ছেন। রাজ্যে এখন জগাই-মাধাই সরকার চলছে। রাজ্যে নারী ও শিশুদের ওপর সহিংসতার মাত্রা বেড়েছে, রাজনৈতিক হত্যায় অন্য রাজ্যের চেয়ে পশ্চিমবঙ্গ শীর্ষে, শিক্ষায় পিছিয়ে পড়ছে। একটা সময় যেখানে রবীন্দ্রসংগীত শোনা যেত, সেখানে বোমার শব্দ শোনা যায়।’

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর