শিরোনাম
রবিবার, ৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
ভোটের হাওয়া সারাদেশে

আপিলেও প্রার্থিতা পেলেন না কাদের সিদ্দিকী ও আমান

নিজস্ব প্রতিবেদক

আপিলেও প্রার্থিতা পেলেন না কাদের সিদ্দিকী ও আমান

কাদের সিদ্দিকী

নির্বাচন কমিশনে আপিল করেও প্রার্থিতা ফিরে পেলেন না কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা বঙ্গবীর কাদের সিদ্দিকী। ঋণ খেলাপের অভিযোগে রিটার্নিং কর্মকর্তা তার প্রার্থিতা বাতিল করেন। গতকাল নির্বাচন ভবনে কাদের সিদ্দিকীর আপিল শুনানি শেষে কমিশন তার মনোনয়নপত্র অবৈধ বলে ঘোষণা করে। কাদের সিদ্দিকী এবার টাঙ্গাইল-৪ ও ৮ আসন থেকে জাতীয় ঐক্যফ্রন্টের হয়ে লড়তে চেয়েছিলেন। তবে প্রার্থিতা বাতিল হয়ে যাওয়ায় তার মেয়ে কুঁড়ি সিদ্দিকী টাঙ্গাইলের একটি আসনে লড়বেন। এদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ঢাকা-২ আসনের প্রার্থী আমানউল্লাহ আমান আপিল করেও প্রার্থিতা ফেরত পাননি। আপিলে প্রার্থিতা বাতিল হয়ে যাওয়ার পর তাত্ক্ষণিক এক প্রতিক্রিয়ায় কাদের সিদ্দিকী বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের যেসব পরিপত্র আছে আমি সেগুলো মেনে অগ্রণী ব্যাংকে টাকা জমা দিয়েছি। আমি বলেছিলাম কত টাকা দিলে এই হিসাবটা নিয়মিত হবে এবং আমি নির্বাচনে দাঁড়াতে পারব? নির্বাচন কমিশনের কাছে বলেছি- যারা ব্যাংক থেকে টাকা নিয়েছে তারা সামান্য টাকা দিলেও রিশিডিউল হয়েছে। কিন্তু আমি ত্রিশ-চল্লিশ ভাগের বেশি টাকা দিয়ে দিয়েছি, তারপরও আমার একমাত্র কোম্পানি যেটা মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধাদের নিয়ে গড়ে তোলা হয়েছিল, সেই কোম্পানিকে কেন বার বার নাজেহাল করা হচ্ছে। আমার আইনজীবী সেদিন ব্যাংকে গিয়েছিলেন, ব্যাংকের এমডি বলেছেন- বোঝেন তো ওপরের চাপ আছে। কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বলেন, আমি আশা নিয়ে এখানে এসেছিলাম, কেন জানি সেটা পেলাম না। এক-দেড়শ আপিল একজন কমিশনার নিষ্পত্তি করেছেন, কিন্তু খালেদা জিয়ার ব্যাপারেও ব্যতিক্রম হয়েছে। এখানে বিভক্তি দেখলাম, ভেবেছিলাম ইলেকশন কমিশন ঐক্যবদ্ধ হয়েছে, কিন্তু মনে হচ্ছে কোথায় যেন একটা গণ্ডগোল আছে। দেশটা সর্বক্ষেত্রে বিভক্ত হয়ে গেছে। এর আগে গতকাল সকালে আপিল শুনানির পর সিদ্ধান্ত জানানোর কথা বলে দুপুর পর্যন্ত তা স্থগিত করা হয়েছিল। এদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ঢাকা-২ আসনের প্রার্থী আমানউল্লাহ আমান আপিল করেও তার প্রার্থিতা ফেরত পাননি। বাছাইয়ে বিএনপির এই নেতার মনোনয়নপত্র সাজার কারণে বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা। আমানের আপিল নামঞ্জুর করে গতকাল সিদ্ধান্ত জানায় ইসি। শুক্রবার আমানের আপিল শুনানি হলেও তা ঝুলিয়ে রাখা হয়েছিল। আমান বাদ পড়লেও ঢাকার কেরানীগঞ্জ ও কামরাঙ্গীর চরের ওই আসনে মনোনয়নপত্রের বৈধতা পেয়ে প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকছেন আমানের ছেলে ইরফান ইবনে আমান অমিত। এদিকে গতকাল চট্টগ্রাম-৫ আসনে বিএনপি নেতা মীর মো. নাছির উদ্দিনের ছেলে মীর হেলাল উদ্দিনের মনোনয়নপত্র আপিলেও বাতিল হয়ে গেছে। এর আগে মীর নাছিরও আপিল করে বিফল হয়েছিলেন। মীর নাছিরের মতো ছেলের মনোনয়নপত্রও মামলাসংক্রান্ত কারণে বাতিল হয়েছে।

মন্টু ফিরেছেন, ইলিয়াসের স্ত্রী বহাল : ঢাকা-২ আসনে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু তার প্রার্থিতা ফিরে পেয়েছেন। পাশাপাশি সিলেট-২ আসনে ইলিয়াস আলীর স্ত্রী বিএনপি প্রার্থী তাহমিনা রুশদীর লুনার মনোনয়নপত্র বৈধতার বিরুদ্ধে আপিল আবেদন শুনানির পর নাকচ করে দেওয়া হয়েছে। ফলে লুনার প্রার্থী হতে আর কোনো বাধা রইল না।

সর্বশেষ খবর