সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

প্রযুক্তিনির্ভর ব্যাংক খাত গড়ার ঘোষণা থাকতে হবে

—মামুন রশীদ

প্রযুক্তিনির্ভর ব্যাংক খাত গড়ার ঘোষণা থাকতে হবে

অর্থনৈতিক বিশ্লেষক মামুন রশীদ বলেছেন, আর্থিক খাতের শৃঙ্খলা রক্ষায় আইনের শাসন নিশ্চিত করতে হবে। পলিসিগুলোকে সুুষ্ঠুভাবে কাজে লাগাতে হবে। সামগ্রিকভাবে ব্যাংক খাতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। তার মতে, প্রযুক্তিনির্ভরতা নিশ্চিত করা গেলে হলমার্কের মতো জালিয়াতির ঘটনা ঘটত না। কেননা এ ঘটনায় ব্যাংক থেকে তিন হাজার কোটি টাকা বেরিয়ে গেছে। অথচ হলমার্কের জন্য বোর্ডের অনুমোদিত ঋণের পরিমাণ ছিল মাত্র ৭৮ কোটি টাকা। ফলে উন্নত প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি কর্মকর্তার দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের বিকল্প নেই। এমনকি ব্যাংকগুলোকে নিশ্চিত করতে হবে, যে পদ্ধতিতে কাজটা করা হচ্ছে তা সঠিক কিনা। এ জন্য চারটি সুপারিশ করেছেন বিশিষ্ট এই অর্থনৈতিক বিশ্লেষক। সেগুলো নিম্নরূপ— অবশ্যই বাংলাদেশ ব্যাংকের মনিটরিং জোরদার করতে হবে। বাংলাদেশ ব্যাংকে সব ধরনের হস্তক্ষেপ বন্ধ করতে হবে। অর্থাৎ এ প্রতিষ্ঠানটিকে আর্থিক খাতের অভিভাবক হিসেবে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। আর্থিক খাতের সব ক্ষেত্রে আইনি পরিবেশ তৈরি করতে হবে, যেন কেউ কোনোভাবে নিয়ম বা আইনকানুনের খেলাপ করতে না পারে তা নিশ্চিত করতে হবে। সর্বোপরি ব্যাংক খাতসহ সামগ্রিক আর্থিক খাতকে প্রযুক্তিনির্ভর হিসেবে গড়ে তুলতে হবে। উন্নত বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। ব্যাংকগুলোকে তাদের নিজেদের আর্থিক অবস্থার ওপর প্রতিবেদন মনমতো তৈরি করছে কিনা সেদিকেও নজর দিতে হবে। এসব রিপোর্টের প্রয়োজনে নিরীক্ষা চালাতে হবে। সব শেষে যে কোনো আর্থিক জালিয়াতির ঘটনার সুষ্ঠু তদন্ত হতে হবে। এমনকি কারা এসব ঘটনার তদন্ত করছেন, তারা আদৌ সে বিষয়ে দক্ষ কিনা সেটিও আমলে নেওয়ার সুপারিশ করেন এই অর্থনীতিবিদ। আর এসব বিষয়ে নির্বাচনী ইশতেহারে সুস্পষ্ট ঘোষণা থাকা প্রয়োজন বলে মনে করেন তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর