মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

বিজিবির বহরে যুক্ত হচ্ছে দুটি হেলিকপ্টার

আনিস রহমান, চট্টগ্রাম থেকে

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জন্য দুটি হেলিকপ্টার কিনতে এ মাসেই রাশিয়ার সঙ্গে চুক্তি হতে যাচ্ছে। এ চুক্তি সম্পাদন হলে আগামী বছর বিজিবির নিজস্ব এয়ার উইং কাজ শুরু করবে। এ ছাড়া সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করতে সরকার প্রাথমিকভাবে বর্ডার সড়ক নির্মাণের কাজ শুরু করেছে বলে জানিয়েছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম। গতকাল তিনি বান্দরবান ও খাগড়াছড়ির দুর্গম পার্বত্য সীমান্ত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে রবিবার তিনি কক্সবাজার ও টেকনাফের সীমান্ত এলাকা পরিদর্শন করেন। নিয়মিত সীমান্ত পরিদর্শনের অংশ হিসেবে গতকাল দুপুরে মেজর জেনারেল সাফিনুল ইসলাম বান্দরবান সেক্টর সদর দফতর ও খাগড়াছড়ি সেক্টরের সবচেয়ে দুর্গম ‘উত্তর লক্কাছড়া’ বিওপি এবং ‘কান্তালং’ বিওপি পরিদর্শন করেন। এ সময় বিওপিতে দায়িত্বরত বিজিবি সদস্যদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। ডিজি বিজিবি বলেন, ‘বাংলাদেশ বর্ডারে ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্তে ৬৮৬টি বিওপি আছে। এর মধ্যে অধিকাংশ বিওপিতে আমরা সহজে যাতায়াত করতে পারি না। যে কারণে আমাদের নিজস্ব একটি এয়ার উইং প্রয়োজন। এ ছাড়া সীমান্তসড়ক না থাকায় নিকটবর্তী ব্যাটালিয়ন হেডকোয়ার্টার্স থেকে সৈনিকদের কোনো কোনো বিওপিতে যেতে কমপক্ষে চার দিন লাগে।’

‘উত্তর লক্কাছড়া’ বিওপি ও ‘কান্তালং’ বিওপি অপারেশনাল ও প্রশাসনিক ব্যবস্থাপনার উন্নয়নে মহাপরিচালকের নির্দেশে বেশকিছু গুরুত্বপূর্ণ উন্নয়নকাজ ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে। বিওপিতে যাতায়াতের সড়ক এমনকি পায়ে চলার রাস্তা না থাকায় মাসে এক-দুবার হেলিকপ্টারযোগে বিওপিতে রেশন ও তাজা খাবার সরবরাহ করতে হয়। মহাপরিচালকের নির্দেশে বিওপিতে যাতায়াতের সুবিধার্থে পায়ে চলার রাস্তা নির্মাণ করা হচ্ছে। ওই এলাকায় মোবাইল নেটওয়ার্ক না থাকায় বিজিবির নিজস্ব অর্থায়নে মোবাইল টাওয়ার স্থাপন করা হচ্ছে। বিদ্যুৎ না থাকায় সৌরবিদ্যুতের সাহায্যে লাইট, ফ্যান ও টিভি চালানোর ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে উত্তর লক্কাছড়া বিওপিতে সৌরবিদ্যুৎ চালিত ফ্রিজ সরবরাহ করা হয়েছে। কান্তালং বিওপিতেও সৌরবিদ্যুৎ চালিত ফ্রিজ শিগগিরই সরবরাহ করা হবে। বিজিবি মহাপরিচালক বিওপিতে বাস্তবায়িত উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট ব্যাটালিয়ন অধিনায়কদের বিওপির উন্নয়নে নতুন নতুন উদ্যোগ গ্রহণের নির্দেশ দেন। বিওপি পরিদর্শনকালে দক্ষিণ-পূর্ব রিজিওন, চট্টগ্রামের রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী ও বিজিবির অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর