মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

গায়েবি মামলায় বিএনপির দুই শিক্ষক নেতার জামিন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বিভিন্ন থানায় পুলিশের দায়ের করা ১০টি ‘গায়েবি’ মামলায় বিএনপির দুই শিক্ষক নেতাকে গতকাল আগাম জামিন দিয়েছে উচ্চ   আদালত। তারা হলেন- বিএনপি  চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক অধ্যাপক ড. তাজমেরী এস ইসলাম ও ঢাবির মার্কেটিং বিভাগের অধ্যাপক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ড. মোর্শেদ হাসান খান। ১০ মামলার চার্জশিট না হওয়া পর্যন্ত তাদেরকে জামিন দিয়েছেন উচ্চ আদালত। গত ১  সেপ্টেম্বর বিএনপির ৪০তম প্রতিবার্ষিকীর আগে ও পরে ঢাকা মহানগরসহ সারা দেশেই বিএনপি  নেতা-কর্মীদের বিরুদ্ধে ‘গায়েবি’ মামলা দায়ের করে পুলিশ। বিএনপির অভিযোগ-এই মামলার সংখ্যা প্রায় ৫ হাজার। আসন্ন সংসদ নির্বাচন বানচাল এবং নেতা-কর্মীদের হয়রানির উদ্দেশ্যেই এসব মামলা করা হয়েছে। ঢাবির ওই দুই অধ্যাপক জানিয়েছেন, ‘তারা কখনোই ভাঙচুর তথা বিস্ফোরণ ঘটানোর সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। অতীতে তাদের নামে এ ধরনের কোনো অভিযোগও ছিল না। কেবল বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।’

সর্বশেষ খবর