মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
অষ্টম কলাম

আসামে নাগরিকপঞ্জি থেকে বাদ পড়ারা ভোটার থাকতে পারবেন

নয়াদিল্লি প্রতিনিধি

আসামের নাগরিকপঞ্জি (এনআরসি) থেকে বাদ যাওয়া সবাই ভারতের নির্বাচনে ভোটার থাকতে পারবেন। ভারতের নির্বাচনে কমিশন এই ঘোষণা দিয়েছে। বাদ পড়া নাগরিকদের আপিল করার শেষ তারিখ আগামী ১৫ ডিসেম্বর। চূড়ান্ত তালিকায় ৪০ লাখ নাগরিকের নাম ছিল না। তার মধ্যে ত্রিশ লাখ নাগরিকপঞ্জিতে অন্তর্ভুক্তির জন্য আবেদন করেছেন। এখনো ১০ লাখ নাগরিক আবেদন করেননি বা করতে পারেননি। মুখ্য নির্বাচন কমিশনার ওপি রাওয়াত জানিয়েছেন, যাদের নাম নাগরিকপঞ্জিতে থাকবে না, তারা যদি অন্য যে কোনো পরিচয়পত্র দেখাতে পারেন তাহলে তাদের নাম ভোটার তালিকায় থাকবে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে কোনো নাগরিক যদি বৈধ পরিচয়পত্র দেখাতে পারেন তাহলে নির্বাচন অফিসার তার নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে পারবেন না। যারা নাগরিকপঞ্জিতে অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করেছেন, তাদের আবেদন যদি খারিজ হয়, তাহলে তারা আদালতের শরণাপন্ন হতে পারবেন। সুপ্রিম কোর্ট এদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এখন পর্যন্ত যারা আবেদন করেছেন তাদের সম্পর্কে মাত্র ২০০ আপত্তি জমা পড়েছে। ফলে অধিকাংশই নাগরিকপঞ্জিতে অন্তর্ভুক্ত হতে পারবেন। এক সরকারি অফিসার জানিয়েছেন, মাত্র ২০০ আপত্তি জমা পড়ার ফলে এটা এখন প্রমাণিত যে প্রকৃত নাগরিকরাই তালিকা থেকে বাদ পড়েছিলেন। এখন আসামে ২০১৯ সালের ভোটার তালিকার সংশোধনের কাজ চলছে। মুখ্য নির্বাচন কমিশনার বলেন, ‘যারা এনআরসিতে রয়েছেন তারা সহজেই ভোটার তালিকায় থাকবেন। যারা এনআরসি থেকে বাদ পড়েছেন তারা প্রয়োজনীয় প্রমাণ দেখালে তালিকায় থাকবেন। যারা আবেদন করেননি, তাদের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা হবে।

সর্বশেষ খবর