বুধবার, ১২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

আধুনিকায়ন জরুরি দেশজ সংস্কৃতির

—সৈয়দ হাসান ইমাম

আধুনিকায়ন জরুরি দেশজ সংস্কৃতির

বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম বলেন, দেশজ সংস্কৃতির ক্ষতি হয় এরকম সংস্কৃতির আমদানি বন্ধ করতে হবে। মানুষের জন্য মঙ্গলকর যে সংস্কৃতি তা গ্রহণ করতে হবে। এ জন্য দেশজ সংস্কৃতির আধুনিকায়ন জরুরি। রাজনৈতিক দলগুলোর ইশতেহারে এ বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমাদের বাপ-দাদার রেখে যাওয়া আড়াই হাজার বছরের সংস্কৃতির ওপর দালান নির্মাণ করতে হবে। আমাদের ঐতিহ্যকে ভিত্তি করে সংস্কৃতির বলয় গড়তে হবে। মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী সংস্কৃতির চর্চা বন্ধ করতে হবে। নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে মুক্তিযুদ্ধের চেতনায়। আকাশ সংস্কৃতির প্রভাবে অনেক সময় নোংরা বিষয় সংস্কৃতিতে ছড়িয়ে যায়। এগুলোর আমদানি বন্ধ করতে উদ্যোগ নিতে হবে। নিজেদের ঐতিহ্যের বিভিন্ন রকম আধুনিকায়নের কথা ভাবতে হবে।

সর্বশেষ খবর