বুধবার, ১২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
ভোটের হাওয়া সারাদেশে

নির্বাচন কমিশনে প্রার্থীদের নালিশ

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছেন বিএনপির কয়েকজন প্রার্থী। গতকাল চার নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন সচিবেব সঙ্গে দেখা করে লিখিতভাবে অভিযোগ করেন নোয়াখালী-১ আসনের প্রার্থী বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তিনি পাঁচটি লিখিত অভিযোগ করেন। এ ছাড়া মেজর (অব.) হাফিজউদ্দিন আহমদ অভিযোগ করেছেন, সন্ত্রাসীদের ভয়ে তিনি তার নির্বাচনী এলাকায় যেতে পারছেন না। নিরীহ নেতা-কর্মীদের পথে-ঘাটে ধারালো অস্ত্র নিয়ে আঘাত করা হচ্ছে। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরীর সঙ্গে দেখা করেন তিনি। অভিযোগ দেওয়ার পরে বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, পুলিশের ওপর ইসির কোনো নিয়ন্ত্রণ নেই। এ জন্য অপরাধী পুলিশদের বদলির দাবি জানিয়েছেন তিনি। নোয়াখালী-১ আসনের এই প্রার্থী বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য পুলিশ অফিসারকে ট্রান্সফার করতে হবে, যারা অপরাধ করে তাদের গ্রেফতারের ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, আমার নির্বাচনী এলাকায় কয়েক দিন ধরে গণগ্রেফতার চলছে। অস্ত্রধারী সন্ত্রাসীরা প্রকাশ্যে নৌকার পক্ষে মহড়া দিচ্ছে। পুলিশ এসব অপরাধের কোনো ব্যবস্থা নিচ্ছে না। বিএনপি নেতা-কর্মীদের অপহরণ ও গুলি করা হয়েছে। আহত হয়ে এসব নেতা-কর্মী হাসপাতালে চিকিৎসাধীন। তারপরও পুলিশ কোনো মামলা নিচ্ছে না। আনুষ্ঠানিক প্রচারণা শুরুর প্রথম দিন থেকেই চাটখিল-সোনাইমুড়ি এলাকায় পুলিশ আগ্রাসী হয়ে উঠেছে বলে অভিযোগ করেন তিনি। খোকন বলেন, বিনা কারণে পুলিশ বাড়ি বাড়ি তল্লাশি করছে। পাশাপাশি সারা দেশেও পুলিশ গণগ্রেফতার অব্যাহত রেখেছে। নোয়াখালীর রিটার্নিং কর্মকর্তাকেও এসব অভিযোগের বিষয়ে জানানো হয়েছে। বিএনপি ও ঐক্যফ্রন্টের প্রার্থীদের বিরুদ্ধে পুলিশ আগ্রাসী ভূমিকা পালন করছে।

ভয়ে এলাকায় যেতে পারছি না : হাফিজ : ভোলা-৩ আসনের বিএনপি প্রার্থী ও সাবেক এমপি মেজর (অব.) হাফিজউদ্দিন আহমদ ইসিতে অভিযোগ করেছেন, সন্ত্রাসীদের ভয়ে তিনি তার নির্বাচনী এলাকায় যেতে পারছেন না। নিরীহ নেতা-কর্মীদের পথে-ঘাটে ধারালো অস্ত্র নিয়ে আঘাত করা হচ্ছে। জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক সেলিমসহ অনেক সিনিয়র নেতাকে মেরে হাসপাতালে পাঠানো হয়েছে। হাফিজ সাংবাদিকদের বলেন, জাতীয় নির্বাচনের আগে, সারা দেশে আইনশৃঙ্খলার ঘোরতর অবনতি হয়েছে। নির্বাচনের আগে, অবৈধ অস্ত্র জমা নেওয়া ও এসবের বিরুদ্ধে অভিযান চালানোর কথা থাকলেও আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে নিশ্চুপ বলেও অভিযোগ করেন তিনি। তিনি বলেন, তারা ইতিমধ্যে ভোটারদের ভয়ভীতি দেখাতে শুরু করেছে। বিএনপি নেতা-কর্মীদের ওপরে ক্রমাগত অত্যাচার নির্যাতন বেড়েই চলেছে।

সর্বশেষ খবর