বুধবার, ১২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
ভোটের হাওয়া সারাদেশে

কাস্তে-মই-কোদালে ভোট চান ১৪৭ প্রার্থী

রুহুল আমিন রাসেল

কমিউনিস্ট পার্টির কাস্তে, বাসদের মই ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কোদাল মার্কা নিয়ে সংসদ নির্বাচনে অংশ নিতে যাওয়া ৮-দলীয় বাম গণতান্ত্রিক জোটের প্রার্থী ১৪৭ জন। সংকট থেকে মুক্তির জন্য ৯৯ ভাগ মানুষের পক্ষে প্রকৃত রাজনৈতিক শক্তি গড়ার সংগ্রামের ডাক দিয়েছে বাম জোট। প্রার্থীরা প্রতিশ্রুতি দিচ্ছেন, বেকার সমস্যা সমাধান করা হবে। রাষ্ট্রীয় নীতি ঢেলে সাজানো হবে। ঘুষ-দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হবে। কমিউনিস্ট পার্টির কাস্তে প্রতীকে ঢাকা-১৫ আসনের প্রার্থী ডা. আহমেদ সাজেদুল হক রুবেল গতকাল রাজধানীর মিরপুর ও কাফরুলের বিভিন্ন এলাকায় প্রচারণা চালিয়েছেন। বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ করে ভোট চান এই প্রার্থী। তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘নষ্ট রাজনীতির পরিবেশ থেকে বাঁচতে কাস্তে মার্কায় ভোট চাই।’ বাসদের মই প্রতীকে ঢাকা-৮ আসনের প্রার্থী প্রকৌশলী শম্পা বসু দলীয় নেতা-কর্মীদের নিয়ে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গণসংযোগ করেন। তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘ভোটারদের কাছে বলছি, আমরা গদি ও নেতা নয়, ব্যবস্থার বদল চাই।’ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কোদাল প্রতীকে ঢাকা-১৬ আসনের প্রার্থী নাঈমা খালেদ মনিকা জনসংযোগ করেন রাজধানীর মিরপুরে। তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘ভোটারদের কাছে দুই দলের লুটপাটের বৃত্ত ভাঙতে জনগণের শক্তি গড়ে তোলার লক্ষ্যে ভোট চাই।’ এবার একাদশ সংসদ নির্বাচনে সারা দেশে ১৩২টি সংসদীয় আসনে কমিউনিস্ট পার্টির কাস্তে প্রতীকে ৭৪, বাসদের মই প্রতীকে ৪৫ ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কোদাল প্রতীকে ২৮— মোট ১৪৭ জন প্রার্থী ভোটের মাঠে আছেন। ১৫টি সংসদীয় আসনে বাম জোটভুক্ত দলগুলোর একাধিক প্রার্থী রয়েছেন।

সর্বশেষ খবর