বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

সমন্বিত পরিকল্পনা দরকার

—মোবাশ্বের হোসেন

সমন্বিত পরিকল্পনা দরকার

নগর বিশ্লেষক স্থপতি মোবাশ্বের হোসেন বলেন, একটি প্রতিষ্ঠান এককভাবে কাজ না করে পরিবহন সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে নিয়ে সমন্বিতভাবে কাজ করতে হবে। এ জন্য দেশে এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন পেশাজীবীদের নিয়ে পরিকল্পনা করতে হবে। এই পরিকল্পনায় নৌপথ ও রেল পথকে অন্তর্ভুক্ত করতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, উচ্চ ক্ষমতাসম্পন্ন উপদেষ্টা কমিটির তত্ত্বাবধানে এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হবে। রাজধানীতে এই পরিকল্পনার সফল বাস্তবায়ন করতে পারলে তা দেশব্যাপী ছড়িয়ে দিতে হবে। সড়কের সঙ্গে নৌ এবং রেল যোগাযোগের মধ্যে সেতুবন্ধ তৈরি করতে হবে। নির্দিষ্ট রুটে বাসের টিকিট কাটলে সেটা দিয়ে ওই দূরত্বের ট্রেন কিংবা লঞ্চেও যাতায়াতের ব্যবস্থা করতে হবে। তাহলে সড়কের ওপর চাপ কিছুটা কমবে। রাজনৈতিক দলগুলোর ইশতেহারে সড়ক নিয়ে এ ধরনের যুগোপযুগী পরিকল্পনা সংযুক্ত করার দাবি জানান তিনি।

সর্বশেষ খবর