বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

প্রধানমন্ত্রিত্ব হুমকির মুখে তেরেসা মের

প্রতিদিন ডেস্ক

প্রধানমন্ত্রিত্ব হুমকির মুখে তেরেসা মের

প্রধানমন্ত্রিত্ব হারানোর হুমকিতে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে। এ বিষয়ে তার দল কনজারভেটিভ পার্টির এমপিরা এক অনাস্থা ভোটাভুটিতে অংশ নিয়ে তার রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন। হাউস অব কমন্সে এই ভোট অনুষ্ঠিত হচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোটাভুটি চলছিল। সূত্র : রয়টার্স। এ বিষয়ে কনজারভেটিভ পার্টির তথাকথিত ১৯২২ কমিটির  চেয়ারম্যান গ্রাম ব্র্যাডি বলেছেন, ভোটাভুটির জন্য নির্ধারিত সীমা অতিক্রান্ত হয়েছে। এদিকে কনজারভেটিভ পার্টির অন্তত ৪৮ জন এমপি মে’র প্রতি অনাস্থা এনে চিঠি দিয়েছেন। সংশ্লিষ্টরা বলছেন, জয়ী হতে হলে অবশ্যই সংখ্যাগরিষ্ঠতা পেতে হবে মে’কে। আর যদি ভোটাভুটিতে হেরে যান তাহলে দলীয় প্রধানের পদ ও প্রধানমন্ত্রিত্ব হারাতে হবে তাকে। কিন্তু যদি এই পরীক্ষায় উতরে যান মে, তাহলে আগামী এক বছর তার নেতৃত্বকে চ্যালেঞ্জ করা যাবে না। সূত্র জানায়, ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের পরিকল্পিত বিচ্ছেদ নিয়ে সমর্থন আদায়ে মে’র ব্যর্থতার মধ্যেই এই ভোটাভুটি অনুষ্ঠিত হচ্ছে। তার দলে ব্রেক্সিটের সমর্থকরা অভিযোগ করেছেন, মে দেশের স্বার্থরক্ষায় ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। কনজারভেটিভ দুই এমপি জ্যাকব রিজ-মগ এবং স্টিভ বেকার এক বিবৃতিতে বলেছেন, যদি এভাবে চলতে থাকে তাহলে তেরেসা  মে’র পরিকল্পনা সরকারের পতন ঘটাবে। কিন্তু আমাদের দল এটি  মেনে নেবে না। মে’র নেতৃত্বে একটি নির্বাচনে যাওয়ার ইচ্ছা আছে কিনা সে বিষয়ে কনজারভেটিভদের জবাব দিতে হবে। জাতীয় স্বার্থে, তাকে ক্ষমতা ছাড়তে হবে। কিন্তু মে’র ঘনিষ্ঠ মিত্ররা তার পক্ষেই ব্যাট চালিয়েছেন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট এক টুইট বার্তায় লিখেছেন, আমি তেরেসা মে’কে সমর্থন দিচ্ছি। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদও টুইট করে মে’র প্রতি সমর্থন ব্যক্ত করেছেন। এদিকে  দলের নেতৃত্ব এবং নতুন প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাব্য তালিকায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন, স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ, পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট এবং আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী  পেনি মরডন্টের নাম শোনা যাচ্ছে। উল্লেখ্য, ২০১৬ সালে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যেতে যুক্তরাজ্য ভোট দেওয়ার কিছুদিন পর ব্রিটেনের প্রধানমন্ত্রী হন  মে। কিন্তু ব্রেক্সিট ইস্যু নিজের দলের মধ্যেই বেশ চাপের মধ্যে রয়েছেন তিনি। এরই মধ্যে ব্রেক্সিট ইস্যুতে তার মন্ত্রিসভার অন্তত ছয়জন মন্ত্রী পদত্যাগ করেছেন।

সর্বশেষ খবর