শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

ধর্মাশ্রয়ী রাজনীতি বন্ধ করতে হবে

—মে. জে. এ কে মোহাম্মাদ আলী শিকদার (অব.)

ধর্মাশ্রয়ী রাজনীতি বন্ধ করতে হবে

নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল এ কে মোহাম্মাদ আলী শিকদার (অব.) বলেন, ধর্মকে পুঁজি করে যারা ব্যবসা ও রাজনীতি চালায় তাদের হাত ধরে দেশে জঙ্গিবাদের বিকাশ ঘটেছে। তাই জঙ্গিবাদ রুখতে এই ধর্মাশ্রয়ী রাজনীতি বন্ধ করতে হবে। রাজনৈতিক দলগুলোকে ইশতেহারে এ বিষয়টি সংযুক্ত করা জরুরি বলে মন্তব্য করেন তিনি। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ১৯৭২ সালের সংবিধানের অনুচ্ছেদ ১২ ও ৩৮ কে ফিরিয়ে আনতে হবে। রাজনীতিতে উগ্রবাদী পৃষ্ঠপোষকতা বন্ধ হলে জঙ্গিবাদের সমূলে আঘাত করা হবে। মুক্তিযুদ্ধের আদর্শবিরোধী সব কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। জঙ্গিবাদ দমনে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অত্যাধুনিক করতে হবে এবং এসব জঙ্গির বিচারে স্পেশাল ট্রাইব্যুনালের ব্যবস্থা করতে হবে। রাজনৈতিক দলগুলোর ইশতেহারে এ বিষয়টি সংযুক্ত করা জরুরি বলে মনে করেন তিনি।

সর্বশেষ খবর