শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

বেকারত্ব ঘুচলে উৎপাটন হবে জঙ্গিবাদ

—অধ্যাপক আবুল কাশেম

বেকারত্ব ঘুচলে উৎপাটন হবে জঙ্গিবাদ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ইতিহাসবিদ অধ্যাপক আবুল কাশেম বলেন, দেশে বেকার তরুণরা হতাশাগ্রস্ত হয়ে জঙ্গিদের ফাঁদে পা দিচ্ছে। তাই কর্মসংস্থানে জোর দেওয়ার পাশাপাশি তরুণদের মনোজগৎ বিষয়ে সচেতন হতে হবে। ইশতেহারে শুধু প্রতিশ্রুতি দিলে হবে না তার বাস্তবায়ন করতে হবে।

গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইতিহাস বিভাগের এই শিক্ষক বলেন, শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে। দেশব্যাপী সেকুলার শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে হবে। তরুণরা যেন জঙ্গিবাদে না জড়ায় এ জন্য পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে সচেতন হতে হবে। তরুণদের সমস্যাগুলো চিহ্নিত করে তাদের দেশের সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে।

সর্বশেষ খবর