শনিবার, ১৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

ব্রিজের গার্ডারে ধাক্কায় ট্রেনের দুই যাত্রী নিহত

পাবনা প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীর পাকশীতে হার্ডিঞ্জ ব্রিজের গার্ডারে ধাক্কা খেয়ে ট্রেনের ছাদে ভ্রমণকারী দুই যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৫ জন। গতকাল ভোরে ঢাকা থেকে খুলনাগামী চিত্রা এক্সপ্রেস এই ব্রিজ পার হওয়ার সময়  দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার শোলগাড়িয়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে আবদুল হাকিম (১৬) ও একই উপজেলার বিহারহাট গ্রামের জালাল উদ্দিনের ছেলে রবিউল ইসলাম (২০)। তারা শ্রমিক বলেও পুলিশ নিশ্চিত করেছে।

ঈশ্বরদী থানা এলাকায় দুজনের মৃতদেহ ও অপর একজনকে আহতাবস্থায় পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দীন ফারুকী। আহত ব্যক্তিকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপরদিকে সেতুর ভেড়ামারা প্রান্তে মুঠোফোনে ভেড়ামারা থানার ওসি খন্দকার শামীম উদ্দিন বলেন, তার এলাকায় সেতুর গার্ডারের সঙ্গে ধাক্কায় আহত হয়েছে ৫ জন। তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পদ্মা নদীর ওপর পৌনে দুই কিলোমিটার দীর্ঘ শতবর্ষী এই রেল সেতুর দুই প্রান্তে পাবনার পাকশী ও কুষ্টিয়ার ভেড়ামারা পড়েছে। স্থানীয়রা আরও জানান, দুই দিন সরকারি ছুটির সঙ্গে বিজয় দিবস মিলিয়ে টানা তিন দিনের ছুটি পাওয়ায় মানুষ বাড়ি ফিরছে ঢাকা থেকে। টিকিট না পাওয়ায় অনেক যাত্রী নিষেধ না মেনে ছাদে চড়ে গন্তব্যস্থলে যাওয়ার চেষ্টা করার কারণেই এমনটি হয়েছে।

সর্বশেষ খবর