শনিবার, ১৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
এইচআরডাব্লিউর বিবৃতি

সুষ্ঠু ভোটের জন্য সরকারকে চাপ দেওয়া উচিত

কূটনৈতিক প্রতিবেদক

অবাধ, সুষ্ঠু নির্বাচন আয়োজনে অহিংস প্রচারণার জন্য সরকারের ওপর চাপ সৃষ্টি করতে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাষ্ট্র, ভারত, চীন ও অন্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডাব্লিউ)। নিউ ইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থাটি গতকাল বাংলাদেশ পরিস্থিতি নিয়ে এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছে।

এইচআরডাব্লিউ অভিযোগ করেছে, আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন সামনে রেখে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীগুলো বিরোধী দলগুলোর নেতা-কর্মীদের গ্রেফতার করছে ও দমন-পীড়ন চালাচ্ছে। বিরোধী দলগুলোর বাক-স্বাধীনতাও হুমকির মুখে।

সর্বশেষ খবর