মঙ্গলবার, ১৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

নিরাপদে ভোট প্রদানের নিশ্চয়তা জরুরি

—আলী ইমাম মজুমদার

নিরাপদে ভোট প্রদানের নিশ্চয়তা জরুরি

সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার বলেন, ভোটাররা যেন নিরাপদে ভোটকেন্দ্রে যেতে পারেন— এ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হলে সহিংসতার ঘটনা কমে যায়। অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি  আরও বলেন, ভোট গ্রহণের আগে থেকেই বেশ কিছু জায়গায় সহিংসতার ঘটনা ঘটেছে। বিরোধী দলের প্রার্থীদের নির্বাচনী প্রচারের কাজে বাধা দেওয়া হচ্ছে। ভোট গ্রহণের দিনও যদি এমন ঘটনা ঘটে-তাহলে সহিংসতার আশঙ্কা তৈরি হবে এবং এজন্য নির্বাচন-পরবর্তী সহিংসতার আভাস থাকবে। নির্বাচনের প্রতিটি পক্ষই নির্বাচন কমিশনের আওতায়। তাই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করার প্রত্যয়ে এ দিকগুলো খেয়াল রাখতে হবে। নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হলে ভোটাররা ভোটকেন্দ্রে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন।

সর্বশেষ খবর