মঙ্গলবার, ১৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

সবার সহাবস্থান নিশ্চিত করতে হবে

—এ কে এম শহীদুল হক

সবার সহাবস্থান নিশ্চিত করতে হবে

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজি) এ কে এম শহীদুল হক বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবার সহাবস্থান নিশ্চিত করা জরুরি। আইনশৃঙ্খলা বাহিনীকে এমন পরিবেশ তৈরি করতে হবে, যাতে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট অনুষ্ঠিত হয়। ভোটের আগে প্রত্যেক প্রার্থী যেন নির্বিঘ্নে প্রচার-প্রচারণা চালাতে পারেন-সেদিকে খেয়াল রাখতে হবে।

গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, প্রচার-প্রচারণাকে ঘিরে কারও ওপর হামলার ঘটনা ঘটে কিনা-তা খতিয়ে দেখতে হবে এবং হামলা যাতে না হয় সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। এক কথায় নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক পরিবেশ-পরিস্থিতি স্বাভাবিক থাকতে হবে। আর এটি নিশ্চিত করার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর। গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করা দরকার। ভোটে আইনশৃঙ্খলা বাহিনীকে অত্যন্ত নিরপেক্ষতার পরিচয় দিতে হবে। যেখানে যেখানে প্রার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে সেখানে সুষ্ঠু তদন্ত করে দেখতে হবে এবং আইনানুগ ব্যবস্থা নিতে হবে। তবে যারা যুদ্ধাপরাধী তাদের এ দেশের সাধারণ মানুষ রাজনীতিতে কিংবা নির্বাচনে আসাটাকে মেনে নিতে পারেনি। তাদের প্রতি এক ধরনের ক্ষোভ রয়েছে। কারণ তারা এ দেশের স্বাধীনতা মেনে নিতে চায়নি।

সর্বশেষ খবর