মঙ্গলবার, ১৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

কমবে বৃষ্টি বাড়বে শীত

নিজস্ব প্রতিবেদক

কমবে বৃষ্টি বাড়বে শীত

রাজধানীতে গতকাল বৃষ্টির মধ্যেও সড়কে ব্যস্ততা — জয়ীতা রায়

ঘূর্ণিঝড় পিথাইর কারণে আগামী দুই দিন হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘূর্ণিঝড় ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূল অতিক্রম করে সরে গিয়ে দুর্বল হয়ে যাওয়ায় বৃষ্টির পরিমাণ কমে যাবে। তবে রাতে ঠাণ্ডার পরিমাণ বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে দেখা যায়, গতকাল ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশালের কিছু এলাকায় হালকা বৃষ্টি হয়েছে। এর মধ্যে ঢাকায় বৃষ্টি হয়েছে ৭ মিলিমিটার। আজ থেকে বৃষ্টির পরিমাণ আরও কমে যাবে। আগামীকাল থেকে বৃষ্টি কমে গেলেও ক্রমান্বয়ে কমবে রাতের তাপমাত্রা। পরবর্তীতে রাতের তাপমাত্রা আরও হ্রাস পাবে। আজও ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুরের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর