মঙ্গলবার, ১৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
ভোটের হাওয়া সারাদেশে

প্রার্থীরা হামলার শিকার অভিযোগ বামজোটের

নিজস্ব প্রতিবেদক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সপ্তাহ দুয়েক বাকি থাকলেও ভোটের মাঠে নির্বাচন কমিশন সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে পারেনি বলে অভিযোগ করেছে বাম গণতান্ত্রিক জোট। গতকাল দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিবের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের এ কথা বলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। রুহিন হোসেন জানান, নির্বাচনী মাঠে প্রার্থীরা হামলার শিকার হচ্ছেন। চলমান পরিস্থিতিতে নির্বাচনের মাঠে টিকে থাকার জন্য যে ধরনের সমতল অবস্থা প্রয়োজন সেটি এখনো তৈরি হয়নি। তিনি বলেন, দেশের বিভিন্ন এলাকায় বাম জোটের প্রার্থীদের ওপর হামলা করছে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা। কিছু কিছু ক্ষেত্রে আমাদের প্রার্থীরা পোস্টার বা নির্বাচনী প্রচারণায় গিয়ে বাধার সম্মুখীন হচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীরও। এই পরিস্থিতিতে নির্বাচনে টিকে থাকার জন্য নির্বাচন কমিশনের শক্তিশালী ভূমিকা প্রয়োজন।

সর্বশেষ খবর