মঙ্গলবার, ১৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

ঘোষণা দিয়ে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা

চাঁদপুর প্রতিনিধি

ঘোষণা দিয়ে চাঁদপুরে স্ত্রী ও দুই সন্তানকে মেরে এক যুবক আত্মহত্যা করেছেন। রবিবার গভীর রাতে সদর উপজেলার রামপুর ইউনিয়নের দেবপুর গ্রামে পারিবারিক কলহের জেরে স্ত্রী ফাতেমা আক্তার (২৫), কন্যা মিথিলা ফারজানা (৫) ও এক বছর বয়সী ছেলে সিয়ামকে হত্যা করে। পরে অভিযুক্ত মো. মাইনুদ্দিন সরদার (৩০) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে চারজনের মরদেহ উদ্ধার করেছে। মাইনুদ্দিন চট্টগ্রামে একটি বিস্কুট কারখানায় কাজ করতেন। নিহত মাইনুদ্দিনের মা ফিরোজা বেগম জানান, কয়েকদিন আগে মাইনুদ্দিনের স্ত্রীর কানের ধুল হারিয়ে যায়। এ নিয়ে তাদের মধ্যে কলহ দেখা দেয়। এরপর মাইনুদ্দিন তার কর্মস্থল চট্টগ্রামে চলে যায়। এদিকে তার স্ত্রীকে শ্বশুর এসে মতলব দক্ষিণ উপজেলার করবন্দ গ্রামে নিয়ে যান। স্ত্রী কেন শ্বশুর বাড়িতে চলে গেছে এ নিয়েও ফোনে কথা কাটাকাটি হয়। মাইনুদ্দিনের বড় ভাই কালাম সরদার জানান, শনিবার সকালে চট্টগ্রাম থেকে বাড়িতে আসে এবং শ্বশুর বাড়িতে গিয়ে স্ত্রীকে নিয়ে আসে। শ্বশুর বাড়িতেও স্ত্রী ও শ্বশুর পরিবারের লোকজনের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে সোনার গহনা নিয়ে। সোমবার ভোর ৪টার দিকে মাইনুদ্দিনের আরেক বড় ভাই জসিম উদ্দিন মালয়েশিয়া থেকে তার মা ফিরোজা বেগমকে ফোনে জানায়, মাঈনুদ্দিন তার ফেসবুকে সে মরে যাবে তার কবর ঠিক করার জন্য এবং স্ত্রী ও সন্তানদের ভিডিও ফেসবুকে আপলোড দেয়। জসিম মা ও ভাইকে তার ঘরে গিয়ে দেখার জন্য বলেন। পরে মা ফিরোজা বেগম ও ভাই কালাম সরদার ঘরে গিয়ে দরজা খুলে প্রথমে দুই শিশুর মরদেহ লেপের নিচে পড়ে থাকতে দেখেন। আর মাইনুদ্দিনকে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তারা চিৎকার করলে প্রতিবেশীরা এসে খোঁজাখুঁজির পর বাড়ির পুকুরে খুঁটির মধ্যে ফাতেমার মরদেহ বাঁধা অবস্থায় দেখতে পায়। ধারণা করা হচ্ছে, ফাতেমাকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। চাঁদপুরের পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রতিবেশীদের বরাত দিয়ে সদর মডেল থানার ওসি মো. নাসিম উদ্দিন বলেন; ‘ভোর রাতে মাইনুদ্দিন ও ফাতেমার মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে মাইনুদ্দিন তার স্ত্রীকে বাড়ির পুকুরে চুবিয়ে হত্যা করে। এরপর সে ঘরে ঘুমিয়ে থাকা দুই সন্তানকে শ্বাসরোধে হত্যা করেছে। পরে মাইনুদ্দিন নিজেও ঘরের ভিতর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।’ রামপুর ইউনিয়ন পরিষদের রচয়ারম্যান আল মামুন পাটওয়ারী সাংবাদিকদের বলেন, ‘রবিবার দুপুরে মাইনুদ্দিন তাদের পারিবারিক কবর পরিষ্কার করতে লোক ডেকেছিল। রাতে যে এরকম কিছু ঘটতে পারে আমরা তা কল্পনাও করিনি।’

 

সর্বশেষ খবর