বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
ভোটের হাওয়া সারাদেশে

জামায়াতের ২৫ জনের প্রার্থিতা তিন দিনের মধ্যে নিষ্পত্তি

নিজস্ব প্রতিবেদক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর ২৫ নেতার প্রার্থিতা বাতিলের পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনে করা আবেদন তিন দিনের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট। এ বিষয়ে করা একটি রিট আবেদনের শুনানি নিয়ে গতকাল বিচারপতি মো. আশফাকুল ইসলাম এবং বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়। রিটকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তানিয়া আমীর। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী তৌহিদুল ইসলাম। হাই কোর্টের রায়ে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের বিষয়টি রিটে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া রিট আবেদনে আরও বলা হয়েছে, বিভিন্ন পত্র-পত্রিকার মাধ্যমে জানা গেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২৫ জন প্রার্থী তাদের রাজনৈতিক পরিচয় গোপন রেখে অন্য কোনো রাজনৈতিক দলের প্রতীক বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন কমিশনে নমিনেশন পেপার জমা দেন, যা ইলেকশন কমিশন কর্তৃক গৃহীত হয় এবং তাদেরকে বৈধ প্রার্থী হিসেবে নির্বাচন করার সুযোগ দেওয়া হয়েছে, এটি আইনগত বৈধ নয়। ২০০৮ সালের ১ আগস্ট তরিকত ফেডারেশনের একটি রিট মামলার রায়ে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে হাই কোর্ট। কিন্তু এ দলের নেতারা এবারের নির্বাচনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীকে প্রার্থী হয়েছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবেও প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন কয়েকজন। রিট আবেদনে জামায়াতের ২৫ প্রার্থীসহ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশন সচিব, জামায়াতে ইসলামীর পক্ষে সেক্রেটারি জেনারেল ও আমিরকে বিবাদী করা হয়েছে। জামায়াত নেতাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি) যে সিদ্ধান্ত নিয়েছে সে বিষয়ে রিটে রুল চাওয়া হয়। রুল বিচারাধীন থাকা অবস্থায় ওই ২৫ প্রার্থীর মনোনয়ন স্থগিত চাওয়া হয়।

সর্বশেষ খবর