বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
ভোটের হাওয়া সারাদেশে

অনশনে লতিফ সিদ্দিকীর অবস্থার অবনতি, গ্রেফতার ৪

টাঙ্গাইল প্রতিনিধি

আমরণ অনশনে থাকা টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। দুপুরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ মোফাজ্জল হোসেন, মেডিসিন বিশেষজ্ঞ সুজাউদ্দিন তালুকদার ও রাশেদুল হাসান স্বাস্থ্য পরীক্ষা শেষে জানান, লতিফ সিদ্দিকীর হৃদস্পন্দন কমে গেছে। রক্তচাপও বেড়েছে। ইতিপূর্বে  তিনি ‘হার্ট অ্যাটাকে’ আক্রান্ত হয়েছিলেন। তার দুটি রিং পরানো রয়েছে। ওষুধ খাওয়া বাদ দেওয়ায় তিনি ঝুঁকির মধ্যে আছেন। চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন। এ ছাড়া ৮২তম জন্মদিনে শুভেচ্ছা জানাতে এসে গতকাল স্ত্রী লায়লা সিদ্দিকীও তাকে ওষুধ সেবনের অনুরোধ জানান। তবে লতিফ সিদ্দিকী জানিয়েছেন তার মৃত্যু হলেও তিনি দাবি পূরণ না হলে অনশন ভাঙবেন না। এদিকে তার গাড়িবহরে হামলার অভিযোগে চারজনকে পুলিশ গ্রেফতার করেছে। বিকালে উপজেলার ইছাপুর থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন গোহালিয়াবাড়ী ইউপি চেয়ারম্যান হায়াত আলী তালুকদারের ছেলে মো. সালাহউদ্দিন তালুকদার, একই এলাকার মৃত আবদুস সাত্তার আকন্দের ছেলে মারুফ হোসেন আকন্দ, হাজী মো. ইমান আলী প্রামাণিকের ছেলে আবদুল লতিফ প্রামাণিক ও আবুল হোসেন ড্রাইভারের ছেলে মো. জয়নাল আবেদীন। তাদের আদালতে পাঠানো হয়েছে। কালিহাতী থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, রিটার্নিং কর্মকর্তার কাছে স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকীর অভিযোগের প্রাথমিক তদন্ত শেষে তাদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। উল্লেখ্য, প্রবীণ রাজনীতিক আবদুল লতিফ সিদ্দিকী রবিবার দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে তার গাড়িবহরে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে এ কর্মসূচি শুরু করেন।

সর্বশেষ খবর