বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

কেন্দ্রভিত্তিক ফল প্রকাশে সতর্কতার নির্দেশ ইসির

তথ্য ভুল হলে সংঘাত : রফিকুল

নিজস্ব প্রতিবেদক

নির্বাচনের কেন্দ্র ও আসনভিত্তিক ফল প্রকাশে সতর্কতা অবলম্বন করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম। গতকাল সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ফলাফল ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালায় মাঠ কর্মকর্তাদের এ নির্দেশ দেন তিনি। এ নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনে তথ্য ও ফলাফল ব্যবস্থাপনা কাজে নিয়োজিতদের সতর্ক হয়ে সঠিক তথ্য প্রদানে নিশ্চিত করতে হবে। কোনো ধরনের ভুল তথ্য প্রচারিত হলে তা সংঘাত সৃষ্টি ও মানুষের আস্থা নষ্ট হওয়ার শঙ্কা রয়েছে। সবমিলিয়ে ভোটের ফলাফল প্রকাশে বিশেষ সতর্কতা অবলম্বন করা জরুরি। ৩০০ আসনে এবার ৪০ হাজার ১৮৩টি ভোট কেন্দ্র রয়েছে। কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তা ও আসনভিত্তিক একীভূত ফলাফল রিটার্নিং কর্মকর্তা ঘোষণা করবেন। নির্বাচন কমিশন ভোটের ফলাফল ব্যবস্থাপনায় তিনটি সফটওয়্যার ব্যবহার করে। এ কাজে ইসির মাঠ পর্যায়ের একদল কর্মী কাজ করে। তাদের প্রশিক্ষণ দিচ্ছে ইসি। গতকাল সকালে ইটিআইয়ে ‘ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেম (ইএমএস), ক্যান্ডিডেট ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (সিআইএমএস) এবং রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেম (আরএমএস) সফটওয়্যার সংক্রান্ত প্রশিক্ষণ হয়। ২৮-৩৫তম ব্যাচের প্রশিক্ষণ উদ্বোধনকালে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, নির্বাচন কমিশনকে বিব্রতকর পরিস্থিতির বাইরে রাখতে নির্বাচনে তথ্য ও ফলাফল ব্যবস্থাপনা কাজে নিয়োজিতদের সতর্ক হয়ে সঠিক তথ্য দেওয়া নিশ্চিত করতে হবে। কোনো ধরনের ভুল তথ্য প্রচারিত হলে তা সংঘাত সৃষ্টি করতে পারে। এতে মানুষের আস্থা নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। সবমিলিয়ে ভোটের ফলাফল প্রকাশে বিশেষ সতর্কতা অবলম্বন করা জরুরি।

সর্বশেষ খবর