বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

হাসপাতালে গলায় ছুরি চালিয়ে ক্যান্সার রোগীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের বেডে নিজের গলা কেটে এক শিক্ষিকা আত্মহত্যা করেছেন। তার নাম শাহনাজ বেগম লিলি (৪২)। গতকাল ভোরে ক্যান্সার ভবনের ৫ তলার ৫২৭ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

পরিবারের অভিযোগ, ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ার পর থেকে চিকিৎসা নিয়ে হতাশাগ্রস্ত ছিলেন লিলি। এ কারণেই নিজের গলায় নিজেই ছুরিকাঘাত করে তিনি আত্মহত্যা করেন। এ সময় তার সঙ্গে তার বড় বোন সুরাইয়া বেগম থাকলেও তিনি ঘুমিয়ে ছিলেন। জানা গেছে, কিশোরগঞ্জ সদর থানার পাটধা পাঠালিয়া গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী লিলি। ওই দম্পতির দুই সন্তান রয়েছে। লিলির স্বামী রফিকুল স্থানীয় ইউনিয়ন পরিষদের সচিব। লিলিও নিজে স্থানীয় একটি মাদ্রাসার সহকারী শিক্ষিকা ছিলেন। শাহনাজের ভাগিনা হুমায়ুন কবির জানান, ২০১৩ সালে লিলির ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ে। এরপর বিভিন্ন সময় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি। সর্বশেষ ৯ ডিসেম্বর বিএসএমএমইউ হাসপাতালে ক্যান্সার বিভাগে ভর্তি হন। গত এক সপ্তাহ ধরে লিলি কিছুই খাচ্ছিলেন না। শুধু তার শরীরে স্যালাইন চলছিল। সোমবার তাকে কেমোথেরাপি দেওয়া হয়। শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান সরদার জানান, ময়নাতদন্তের জন্য লিলির লাশ ঢামেক মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, লিলি নিজের গলায় নিজেই ছুরিকাঘাত করে আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সর্বশেষ খবর