বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
গবেষণা

মানবেতর জীবন চা শ্রমিকদের

নিজস্ব প্রতিবেদক

চা শ্রমিকদের সঙ্গে আলোচনা সাপেক্ষে একটি যৌক্তিক, ন্যায্য এবং অন্যান্য খাতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মজুরি কাঠামো ঘোষণার সুপারিশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একইসঙ্গে চা শ্রমিকদের মজুরি প্রতি দুই বছর পরপর হালনাগাদ করার সুপারিশ করেছে টিআইবি। ‘চা বাগানের কর্মপরিবেশ ও শ্রমিকদের অধিকার : সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে গতকাল রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই সুপারিশ করা হয়। এতে একইসঙ্গে শ্রমিকদের কর্মপরিবেশ, অধিকার ও জীবনমানের উন্নয়নের পাশাপাশি এ খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে আট দফা সুপারিশ পেশ করে টিআইবি।

গবেষণায় শ্রম আইনে চা শ্রমিকদের জন্য বৈষম্যমূলক আইন ও বিধিমালা পর্যালোচনা করে তা সংশোধনের সুপারিশ প্রদান করা হয়েছে। এতে দেখা যায় সর্বশেষ চুক্তি অনুযায়ী চা শ্রমিকদের দৈনিক মজুরি মাত্র ১০২ টাকা ধরা হয়েছে যা দেশের অন্য শ্রমিকদের তুলনায় অনেক কম। অনেক বাগানে অস্থায়ী শ্রমিকদের স্থায়ী শ্রমিকদের সমান বেতন দেওয়া হয় না। আরও দেখা যায় যে, গত পাঁচ বছরে ১০.০% নারী শ্রমিক মাতৃত্বকালীন ছুটি পাননি। নেই শ্রমিকদের জন্য পর্যাপ্ত বিশ্রামের ব্যবস্থা। শ্রম বিধিমালায় শ্রমিক ও তার পরিবারের জন্য বিনামূল্যে বাসগৃহের ব্যবস্থা করার কথা থাকলেও তা করা হয়নি। এ ছাড়া শ্রমিকদের চিকিৎসা ও তাদের সন্তানদের পড়ালেখার ক্ষেত্রেও নানা অনিয়ম ও সুশাসনের ঘাটতি দেখা যায়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী পরিচালব ড. ইফতেখারুজ্জামান, উপদেষ্টা-নির্বাহী ব্যবস্থাপনা অধ্যাপক ড. সুমাইয়া খায়ের এবং গবেষণা ও পলিসি বিভাগের পরিচালক মোহাম্মদ রফিকুল হাসান।

সর্বশেষ খবর