রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

জামায়াতের বিরুদ্ধে ইসিতে স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী নেতাদের প্রার্থিতা বাতিলের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে স্মারকলিপি দিয়েছে প্রজন্ম ৭১। গতকাল রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার কাছে এ স্মারকলিপি দেওয়া হয়। সংগঠনের সভাপতি শাহীন রেজা নূর ও সহ-সভাপতি আসিফ মুনীর স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপিতে বলা হয়, সংবিধানের সঙ্গে গঠনতন্ত্র সাংঘর্ষিক হওয়ায় জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ও বাতিল ঘোষণা করেছে হাই কোর্ট। এ ছাড়া ’৭১ সালে দেশবিরোধী ভূমিকার জন্য জামায়াতকে অপরাধী দল আখ্যায়িত করে দেশের কোনো শীর্ষ পদে স্বাধীনতাবিরোধীদের থাকা উচিত নয় বলে মত প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অথচ আমরা দেখতে পাচ্ছি, একটি রাজনৈতিক জোটের অংশ হিসেবে জামায়াতে ইসলামীর ২২ নেতাকে মনোনয়ন দেওয়া হয়েছে। যেখানে ওই দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবর্গের একাত্তরের মানবতাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রমাণিত এবং শাস্তিপ্রাপ্ত উত্তরসূরিরাও রয়েছেন। কোনোভাবেই যা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে মুক্তিযুদ্ধে স্বাধীনতাবিরোধী ভূমিকা পালনকারী যে কোনো ব্যক্তি যারা এই নির্বাচনে কোনো জোট বা রাজনৈতিক দলের মনোনয়ন নিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন, তাদের কাউকেই আমরা রাষ্ট্রীয় কোনো পদে দেখতে চাই না। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তৌহিদ রেজা নূর বলেন, পরবর্তীতে পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের সামনে থেকে নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রা করেন সংগঠনের নেতা-কর্মীরা। এতে যোগ দেয় ঘাতক-দালাল নির্মূল কমিটি, প্রজন্ম ৭১, সম্মিলিত সাংস্কৃতিক জোট, সম্প্রীতি বাংলাদেশ, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ, প্রাণের ৭১ এর নেতৃবৃন্দসহ বিশিষ্ট রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। সংসদ ভবনের সামনে থেকে খামারবাড়ি মোড় পর্যন্ত গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধে পদযাত্রা স্থগিত করে সংগঠনটি। পদযাত্রার শুরুতে জাতীয় সংসদ ভবনের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন— ‘গৌরব-৭১’ এর সভাপতি মনিরুল ইসলাম মনির, ‘সম্প্রীতি বাংলাদেশ’র মহাসচিব ডা. মামুন আল মাহতাব, ‘প্রজন্ম ৭১’র সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ রেজা নূর, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সহ-সাধারণ সম্পাদক ডা. নুজহাত চৌধুরী প্রমুখ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া জামায়াতের প্রার্থীদের প্রার্থিতা বাতিল চেয়ে তরীকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরী হাই কোর্টে রিট আবেদন দায়ের করেছেন। রিটটি গত মঙ্গলবার নির্বাচন কমিশনকে তিন কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট। আগামী সোমবারের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করা হবে বলে নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে।

সর্বশেষ খবর