সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

ঢাবিতে কোটা আন্দোলনকারীদের ওপর হামলা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারীদের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে চার আন্দোলনকারী আহত হয়েছেন। গতকাল দুপুর ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

ছাত্রলীগের নেতা-কর্মীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা। আহত চারজন হলেন বিন ইয়ামিন মোল্লা, জসিম উদ্দিন আকাশ, আহমেদ কবির ও তারেক রহমান। তারা সবাই কোটা  সংস্কার আন্দোলনের প্লাটফর্ম ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদে’র যুগ্ম-আহ্বায়ক। চিকিৎসার জন্য তাদের গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার শিকার আরেক যুগ্ম-আহ্বায়ক সোহরাব হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ব্যক্তিগত দায়িত্ববোধ থেকে ‘নিরাপদ বাংলাদেশ চাই’ ব্যানারে রাজু ভাস্কর্যে অবস্থান কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছিলাম। এজন্য আমরা ৮ জন দুপুর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে বসেছিলাম। পরে দুপুরের খাবার খেতে টিএসসি ক্যাফেটেরিয়ার ভিতরে গেলে ৮০ থেকে ৯০ জন ছাত্রলীগ কর্মী আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের মধ্যে ছিল শহীদুল, আনোয়ার ও মামুনসহ আরও অনেকে। এরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাসের অনুসারী।

সর্বশেষ খবর