মঙ্গলবার, ১ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

দুর্নীতি দমন-আইনের শাসন প্রতিষ্ঠিত হোক

-কাজী আকরাম উদ্দিন আহমদ

দুর্নীতি দমন-আইনের শাসন প্রতিষ্ঠিত হোক

বিশাল জয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট সরকার পুনর্নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ। নতুন সরকার ও প্রধানমন্ত্রীকে কুঋণ বন্ধে সিদ্ধান্ত নিতে হবে উল্লেখ করে এই ব্যবসায়ী নেতা বলেছেন, আগামীতে আইনের শাসন প্রতিষ্ঠা করা ও দুর্নীতি বন্ধে প্রধানমন্ত্রী ঘোষিত জিরো টলারেন্স নিশ্চিত করতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। কাজী আকরাম উদ্দিন আহমদ বলেন, ‘আমরা ব্যবসায়ী সমাজ সরকারের ধারাবাহিকতা চেয়েছিলাম। তা পেয়েছি। সরকারপ্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের জন্য প্রেরণা। তার এ প্রেরণা ও নীতি-সহায়তা আগামীতে অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করছি।’ সরকারের ওপর ব্যবসায়ী সমাজের অকুণ্ঠ সমর্থন অব্যাহত থাকবে বলে মনে করেন এই শীর্ষ ব্যবসায়ী নেতা। তিনি বলেন, ‘ব্যবসার উন্নয়নে আগামীতে সুদহার কমিয়ে আনার নিশ্চয়তা থাকতে হবে। সৎভাবে ব্যবসা করার দিকনির্দেশনা চাই। ব্যবসায়ীরা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ইঞ্জিন। অর্থনৈতিক উন্নয়নই দেশের বড় উন্নয়ন। সেই ধারাবাহিকতায় বিগত ১০ বছরে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে বিশাল পরিবর্তন হয়েছে। আশা করছি আগামী জাতীয় সংসদ সেই উন্নয়ন আরও বহুদূর এগিয়ে নিয়ে যাবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের শোষণমুক্ত সোনার বাংলা গড়তে অগ্রণী ভূমিকা পালন করবে।’ কাজী আকরাম উদ্দিন আহমদ বলেন, ব্যবসায়ীদের সততা ও দেশপ্রেম থাকতে হবে। আবার ব্যবসায়ীরা যে কর দেন এর একটা মূল্যায়নও থাকতে হবে। এই করের অর্থ খরচের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। ফিরিয়ে আনতে হবে আর্থিক খাতের শৃঙ্খলা। সুদহার কমানোর নির্দেশনাও থাকতে হবে। কারণ ১২ শতাংশ সুদ দিয়ে ব্যবসা হয় না। আবার জনগণের দেওয়া করের টাকায় ভর্তুকি দিয়ে ব্যাংক চালানো যাবে না।

সর্বশেষ খবর