মঙ্গলবার, ১ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

শিল্প-কৃষিতে কর্মসংস্থান বাড়ানো প্রয়োজন

-আবদুল মাতলুব আহমাদ

শিল্প-কৃষিতে কর্মসংস্থান বাড়ানো প্রয়োজন

নতুন সরকারের প্রতি তরুণ-তরুণীদের কর্মসংস্থান বাড়াতে কৃষি ও শিল্প খাতে সবচেয়ে বেশি নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সাবেক সভাপতি আবদুল মাতলুব আহমাদ। তিনি রাজনৈতিক বিবেচনায় ঋণ প্রদান বন্ধ ও নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংককে স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার পরামর্শ দিয়েছেন। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এ পরামর্শ দেন আবদুল মাতলুব আহমাদ। তিনি বলেন, ‘ব্যাংকের কুঋণ বন্ধে আমার আহ্বান হলো, রাজনৈতিক বিবেচনায় ব্যাংক ঋণ কেউ ফেরত দেবে না, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাই বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে স্বাধীন বিভাগ হিসেবে গড়ে তুলতে হবে।’ দেশের অন্যতম ব্যবসাপ্রতিষ্ঠান নিটল-নিলয় গ্রুপের এই চেয়ারম্যান বলেন, ‘আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত ১০ বছরে ব্যবসা ও শিল্পবান্ধব সরকার হিসেবে আমাদের যথেষ্ট উৎসাহিত করেছেন। তাই এ সরকারের ধারাবাহিকতা আমরা অব্যাহত চেয়েছিলাম এবং পেয়েছি। আমরা মনে করি নতুন সরকার বিগত দিনের ধারাবাহিকতায় ব্যবসা ও শিল্পবান্ধব যে নীতি অবস্থান করেছিলেন, তার গতি আগামীতে আরও বাড়াতে হবে।’ তিনি বলেন, ব্যাংকিং খাতের অব্যবস্থাপনা, সুদের হার কমানো, বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কাজ দ্রুত বাস্তবায়ন, মেগা প্রকল্পের ধারাবাহিকতা এবং কর্মসংস্থানের নতুন নতুন ক্ষেত্র তৈরি করতে হবে। এসব ক্ষেত্রে নতুন সরকার অগ্রাধিকার দেবে বলে ব্যবসায়ী সমাজ মনে করে। তিনি বলেন, ‘আমরা নতুন সরকারে বিপুলসংখ্যক সফল ও বড় ব্যবসায়ীর অংশগ্রহণ দেখছি। নিশ্চয়ই নতুন সরকার বেসরকারি খাতের প্রবৃদ্ধিতে আরও নজর দেবে।’

সর্বশেষ খবর