শিরোনাম
বুধবার, ২ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

প্রতিষ্ঠাবার্ষিকীতে কোনো কর্মসূচি ছিল না ছাত্রদলের

নিজস্ব প্রতিবেদক

প্রতি বছর নানা আয়োজন থাকলেও এবার বিএনপি সমর্থক ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কোনো কর্মসূচি রাখেনি। ইংরেজি বছরের প্রথম দিন সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকীর সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ভবনের চতুর্থ তলায় তাদের কেন্দ্রীয় কার্যালয়ে তালা ঝুলতে দেখা গেছে। ১৯৭৯ সালের ১ জানুয়ারি রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছাত্রদল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাতার কবরে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, প্রথম প্রহরে কেক কাটার অনুষ্ঠান, শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা আয়োজনে প্রতি বছর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। ছাত্রদলের কেন্দ্রীয় দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী বলেন, ‘সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনের পর তিন দিন সভা-সমাবেশ-মিছিলে নিষেধাজ্ঞা রয়েছে। সে কারণে আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি স্থগিত করা হয়েছে। পরে কর্মসূচি পালন করা হবে।’ গতকাল সকাল ১০টায় নয়াপল্টনে বিএনপি ও কৃষক দলের কার্যালয় খোলা দেখা গেছে। বিএনপি কার্যালয়ে দলের সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী ও কৃষক দলের কার্যালয়ে সংগঠনের সাধারণ সম্পাদক বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর দেখা মেলে। এ সময় প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রদল নেতাদের কাছ থেকে শুভেচ্ছা না পাওয়ায় আক্ষেপ প্রকাশ করেন শামসুজ্জামান দুদু। তিনি বলেন, ‘ছাত্রদল একটি গর্বের সংগঠন। আজকে তার প্রতিষ্ঠাবার্ষিকী। সকালে এসেছি। নতুন বছরের প্রত্যাশা ছিল সকালে অফিসে এসে ছাত্রদলের কোনো নেতার শুভেচ্ছা পাব। একটি টেলিফোনও পাইনি। এটা বেদনার, দুঃখের।’ ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী বিষয়ে জানতে চাইলে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, ‘ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কোনো কর্মসূচি আছে কিনা আমি জানি না। গতবারও এ অফিসে রাত ১২টায় কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান হয়েছিল।’ তবে সংগঠনের সভাপতি রাজীব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বিবৃতিতে নেতা-কর্মীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

 

সর্বশেষ খবর