বুধবার, ২ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

খুলনায় ডিজিটাল আইনের মামলায় সাংবাদিক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, খুলনা

সংসদ নির্বাচনের ফলাফলকে বিতর্কিত করার অভিযোগে খুলনায় দুই সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। এ ঘটনায় ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউন পত্রিকার খুলনা প্রতিনিধি হেদায়েৎ হোসেন মোল্লাকে (৪১) গ্রেফতার করেছে পুলিশ। তিনি একই সঙ্গে অনলাইন গণমাধ্যম বাংলা ট্রিবিউনেরও খুলনা প্রতিনিধি। গতকাল বিকালে আদালতে হাজির করা হলে খুলনার জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এর আগে সোমবার রাতে বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী খুলনা-১ আসনে ঘোষিত ফলাফল বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করার অভিযোগে ঢাকা ট্রিবিউনের খুলনা প্রতিনিধি হেদায়েৎ হোসেন মোল্লা ও দৈনিক মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার রাশিদুল ইসলামকে আসামি করে বটিয়াঘাটা থানায় মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়, অভিযুক্তরা পরস্পরের যোগসাজশে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে এই আসনে মোট ভোটারের তুলনায় ২২,৪১৯ ভোট বেশি পড়েছে বলে মিথ্যা সংবাদ প্রকাশ করেন। মামলার তদন্ত কর্মকর্তা ও বটিয়াঘাটা থানার ওসি (তদন্ত) সরদার ইব্রাহীম সোহেল বলেন, ‘মামলার পর আমরা হেদায়েৎ হোসেনকে গ্রেফতার করেছি। তবে রাশিদুল ইসলামকে এখনো পাওয়া যায়নি।’

সর্বশেষ খবর